রাজশাহীতে কারিতাস দিবস উদযাপন ও কর্মীদের লং সার্ভিস এ্যাওয়ার্ড প্রদান
গত ১০ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ, রাজশাহী কারিতাস আঞ্চলিক কার্যালয়ে ফাদার এফ. চেস্কাতো হল রুমে কারিতাস দিবস উদযাপন এবং কর্মীদের লং সার্ভিস এ্যাওয়ার্ড প্রদান করা হয়।
এই অনুষ্ঠানের মূলসুর ছিল “সৃষ্টিকর্তার আহবানে সাড়া দেই, দুঃখী মানুষের পাশে দাঁড়াই”। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশপ জের্ভাস রোজারিও, ডেভিড হেম্ব্রম, আঞ্চলিক পরিচালক, কারিতাস রাজশাহী অঞ্চল।
অনুষ্ঠানে আরও উপস্থিতি ছিলেন কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চলের কর্মী/কর্মকর্তাবৃন্দ, কারিতাস সাধারণ পরিষদ ও কার্যনির্বাহী বোর্ডের সদস্যবৃন্দ, কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিকল্পনা ও মূল্যায়ন কমিটির সদস্যবৃন্দ এবং সমমনা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দসহ সহস্রাধিক মানুষ।
প্রধান অতিথি বিশপ জের্ভাস রোজারিও এ্যাওয়ার্ডপ্রাপ্ত ভাই-বোনদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, “সকল ধর্মেই বিভিন্ন আদর্শের কথা উল্লেখ রয়েছে-যা আমাদের উচিৎ নিজ নিজ অবস্থানে থেকে পালন করা।”
মূলসুরের উপর তিন ধর্মের আলোকে বক্তাগণগণ তাঁদের সংক্ষিপ্ত সহভাগিতা তুলে ধরেন। ইসলাম ধর্মের আলোকে মওলানা মোঃ রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, হাজী জমির উদ্দিন শাফিনা মহিলা কলেজ, রাজশাহী; হিন্দু ধর্মের আলোকে ড. শিখা সরকার, প্রফেসর ও বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী এবং খ্রিস্ট ধর্মের আলোকে ফাদার ফাবিয়ান মারান্ডী ভিকার জেনারেল, রাজশাহী ধর্মপ্রদেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা সৃষ্টিকর্তার আহবানে সাড়া দিয়ে পরিবার ও সমাজে দুঃখী, অভাবী, দরিদ্র, নিপীড়িত-বঞ্চিত, বিশেষ চাহিদা-সম্পন্ন ব্যক্তি ও কষ্টভোগী মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান। এছাড়া প্রতিটি ধর্মের প্রকৃত যে আহবান তা পালন করার কথা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে কারিতাসের সেবাদানের দশ বছর পূর্তিতে মোট ৫ জন, পনেরো বছর পূর্তিতে ৪ জন, বিশ বছর পূর্তিতে ৯ জন এবং পঁচিশ বছর পূর্তিতে ৬ জনসহ সর্বমোট ২৪ জন কর্মী ভাই বোনেরা কারিতাসের লং সার্ভিস এ্যাওয়ার্ড গ্রহণ করেন।
ডেভিড হেম্ব্রম আঞ্চলিক পরিচালক, কারিতাস রাজশাহী অঞ্চল বলেন, “কারিতাসের ত্যাগ ও সেবা অভিযান প্রতিবছরের ন্যায় এ বছরও সফলভাবে বাস্তবায়নে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।”
পরিশেষে এই অনুষ্ঠানে ত্যাগ ও সেবা অভিযান বিষয়ক কারিতাস বাংলাদেশের একটি ভিডিও ডকুমেন্টারী প্রদর্শন এবং প্রকল্প কার্যক্রম ও প্রকল্পের বিভিন্ন শিক্ষা উপকরণের ব্যাখ্যা প্রদান করে অসীম ক্রুশ, ইনচার্জ, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, কারিতাস রাজশাহী অঞ্চল। - অসীম ক্রুশ