সংবাদ রাজশাহীতে কারিতাস দিবস উদযাপন এবং লং সার্ভিস এ্যাওয়ার্ড প্রদান কারিতাস ত্যাগ ও সেবা অভিযান বেশ ফলপ্রসুভাবে সম্পন্ন করেছে; যা অবশ্য প্রশংসনীয়। অনেকেই আছেন যারা করিতাসের জন্য নিবেদিত প্রাণ।
সংবাদ রাজশাহীতে কারিতাস দিবস উদযাপন ও কর্মীদের লং সার্ভিস এ্যাওয়ার্ড প্রদান সৃষ্টিকর্তার আহবানে সাড়া দিয়ে পরিবার ও সমাজে দুঃখী, অভাবী, দরিদ্র, নিপীড়িত-বঞ্চিত, বিশেষ চাহিদা-সম্পন্ন ব্যক্তি ও কষ্টভোগী মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।