রাজশাহীতে কারিতাস দিবস উদযাপন এবং লং সার্ভিস এ্যাওয়ার্ড প্রদান

গত ৬ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ, কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক অফিস মিলনায়তনে কারিতাস দিবস ও লং সার্ভিস এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ বছর কারিতাস দিবসের মূলসুর ছিল ‘‘এসো, বিশ্বাস ও আশায় একসাথে যাত্রা করি’’।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশপ জের্ভাস রোজারিও। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ড. আরোক টপ্য, ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক, কারিতাস রাজশাহী অঞ্চল।
এছাড়াও উপস্থিত ছিলেন ফাদার উইলিয়াম মুরমু, ফাদার ফাবিয়ান মারান্ডী, চ্যাপলেইন এবং সদস্য, আঞ্চলিক পরিকল্পনা ও মূল্যায়ন কমিটি, কারিতাস রাজশাহী অঞ্চল এবং ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার মি. লোটাস চিসিম।
আরোও উপস্থিত ছিলেন বিভিন্ন ধর্মপল্লী থেকে আগত ফাদার ও সিস্টারগণ, উপস্থিত ছিলেন কারিতাস বাংলাদেশের সাধারণ পরিষদ ও কার্যনির্বাহী পরিষদ এবং আঞ্চলিক পরিকল্পনা ও মূল্যায়ন কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও কারিতাসের প্রাক্তন ও বর্তমান কর্মীবৃন্দ।
মূলসুরের আলোকে সহভাগিতা করেন হাফেজ মাওলানা মো: রফিকুল ইসলাম, ড. শিখা সরকার ও ফাদার প্রেমু রোজারিও।

প্রধান অতিথির বক্তব্যে বিশপ বলেন, বিশপ, ফাদার ও সিস্টারগণ সরাসরি কারিতাসের কাজের সাথে যুক্ত না থাকলেও জনগণের মধ্যদিয়ে সেবা কাজ পরিচালনা করে থাকে।
আর কারিতাস ত্যাগ ও সেবা অভিযান বেশ ফলপ্রসুভাবে সম্পন্ন করেছে; যা অবশ্য প্রশংসনীয়। অনেকেই আছেন যারা করিতাসের জন্য নিবেদিত প্রাণ। আর এই ধরনের কর্মীদের কারিতাস কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানায়।
সভাপতির বক্তব্যে ড. আরোক টপ্য বাংলাদেশ বিশপ সন্মিলনীকে ধন্যবাদ জানান। লং সার্ভিস এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে মোট ২৭ জন কর্মীবৃন্দের হাতে এ্যাওয়ার্ড তুলে দেওয়া হয় এর মধ্যে ১০ বছরের ১৫ জন, ১৫ বছরের ৪ জন, ২০ বছরের ৪ জন এবং ২৫ বছরের ৪ ছিলেন।
পরিশেষে এ্যাওয়ার্র্ড প্রদান অনুষ্ঠানের মধ্যদিয়ে কারিতাস দিবস উদযাপন এবং লং সার্ভিস এ্যাওয়ার্ড অনুষ্ঠানের সমাপ্তী ঘোষণা করা হয়। - কারিতাস রাজশাহী অঞ্চল