FABC'র সামাজিক যোগাযোগ দপ্তরের নব কার্যনির্বাহী সচিব হলেন ফাদার মি শেন

FABC অফিস অফ সোশ্যাল কমিউনিকেশনের নব কার্যনির্বাহী সচিব ফাদার জন মি শেন

ফাদার জন মি শেন, ফেডারেশন অব এশিয়ান বিশপ কনফারেন্সের (FABC), সামাজিক যোগাযোগ দপ্তরের (OSC) কার্যনির্বাহী সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন।

ফেডারেশন অফ এশিয়ান বিশপস কনফারেন্স (FABC) কেন্দ্রীয় কমিটি ফাদার জন মি শেনকে FABC সামাজিক যোগাযোগ দপ্তরের (OSC) কার্যনির্বাহী সচিব হিসেবে মনোনীত করেছে।

১২ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দে তাঁর নিয়োগ পত্র অনুমোদিত হয়, যা ১ জানুয়ারী, ২০২৫ খ্রিষ্টাব্দ থেকে কার্যকর হয়েছে - ৩১ ডিসেম্বর, ২০২৮ খ্রিষ্টাব্দ অবধি। উল্লেখ্য, তাঁর দ্বিতীয় মেয়াদের সম্ভাবনা বহাল থাকছে।

FABC, ফাদার মি শেনের এই দায়িত্ব গ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং সমগ্র এশিয়া জুড়ে কাথলিক মণ্ডলীর সামাজিক যোগাযোগের লক্ষ্যে তাঁর নেতৃত্ব এবং মূল্যবান অবদান রাখার স্বীকৃতি দিয়েছে।

তাঁর নিয়োগ খ্রীষ্টমণ্ডলীর মধ্যে যোগাযোগ প্রচেষ্টার কাজ জোরদার করবে এবং ডিজিটাল ও মিডিয়া জগতে আরও গভীর সমৃদ্ধতা বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে যা FABC’র চলমান প্রতিশ্রুতিকে প্রতিফলিত করবে।

ফাদার মি শেন ১৯৮০ খ্রিষ্টাব্দের ২৫ জানুয়ারী জন্মগ্রহণ করেন, এবং ১৮ জুন ২০১০ খ্রিষ্টাব্দে, পুরোহিত পদে অভিষিক্ত  হন।

চীনের ঝাওক্সিয়ান ডায়োসিসের একজন পুরোহিত ফাদার মি শেন ২০২৪ খ্রিষ্টাব্দে ম্যানিলার সান্টো টমাস বিশ্ববিদ্যালয় (ইউএসটি) থেকে সামাজিক যোগাযোগের ওপর পবিত্র ধর্মতত্ত্ব (এসটিএইচডি) বিষয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।

তিনি ২০১০ থেকে ২০১২ খ্রিষ্টাব্দ পর্যন্ত তাঁর নিজের ডায়োসিসে পুরোহিতের দায়িত্ব পালন করেন এবং চীনের মূল ভূখণ্ডে বাইবেল অধ্যয়ন আন্দোলন, লিটল রক স্ক্রিপ্ট স্টাডি অনুষ্ঠান প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

২০১২ থেকে ২০১৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত, তিনি ফিলিপাইনের ম্যানিলায় অবস্থিত রেডিও ভেরিতাস এশিয়া (RVA) তে ম্যান্ডারিন বিভাগের সমন্বয়কারী ছিলেন। একই বছর, তিনি  সান্টো টমাস বিশ্ববিদ্যালয় (ইউএসটি) -তে সামাজিক যোগাযোগ বিষয়ের ওপর সহযোগী প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন; যে ভূমিকা তিনি এখনও পালন করে চলেছেন। 

ফাদার মি শেন, ১৫ আগস্ট, ২০২৪ খ্রিষ্টাব্দ থেকে, রেডিও ভেরিতাস এশিয়ার প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। আরভিএ – ইংরেজি ওয়েবসাইট থেকে আনবু সেল্ভামের প্রতিবেদন থেকে অনুলিখনে চন্দনা রোজারিও।

Tags