জলপাইগুড়ির নতুন বিশপ ফাদার ফ্যাবিয়ান  টোপ্পো

পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির নতুন বিশপ ফাদার ফ্যাবিয়ান  টোপ্পো

বেঙ্গালুরু, ৮ ফেব্রুয়ারি, ২০২৫ (সিসিবিআই): পবিত্র পিতা পোপ ফ্রান্সিস ৮ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির বিশপ হিসেবে ফাদার ফ্যাবিয়ান টপ্পো (৬৪) কে নিযুক্ত করেছেন। বর্তমানে তিনি কলকাতার মর্নিং স্টার রিজিওনাল সেমিনারি অ্যান্ড কলেজের অধ্যাপক এবং আধ্যাত্মিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

পোপ  জলপাইগুড়ির ধর্মপ্রদেশের  বিশপ ক্লিমেন্ট তিরকির (৭৭) পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

ফাদার ফ্যাবিয়ান টপ্পো ১৯৬০ সালের ২১শে ডিসেম্বর ছত্তিশগড়ের যশপুরের ডায়োসিসের দারুপিসায় জন্মগ্রহণ করেন। তিনি পুনের পাপাল সেমিনারিতে দর্শন এবং রোমের পন্টিফিকাল আরবানিয়ানা বিশ্ববিদ্যালয়ে ধর্মতত্ত্ব বিষয়ে পড়াশোনা করেন। তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং পরে রোমের পন্টিফিকাল আরবানিয়ানা বিশ্ববিদ্যালয় থেকে বাইবেলীয় ধর্মতত্ত্বে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন, পাশাপাশি ক্যানোনিকাল অ্যাডমিনিস্ট্রেটিভ ল তথা মণ্ডলীর আইনে-এ ডিপ্লোমা করেন।

১৯৯৪ সালের ৩ ডিসেম্বর তিনি জলপাইগুড়ির ডায়োসিসের পুরোহিত নিযুক্ত হন। তাঁর অর্ডিনেশনের পর, তিনি নিম্নলিখিত পদে অধিষ্ঠিত ছিলেন: জলপাইগুড়িতে প্রার্থীদের গৃহ এবং একুমেনিজম এবং আন্তঃধর্মীয় সংলাপের পরিচালক (১৯৯৪-১৯৯৮), মংরাদগ্নিতে শান্তি রাণীর পুরোহিত (১৯৯৮-২০০১), অধ্যাপক (২০০২-২০০৭), এবং কলকাতার মর্নিং স্টার রিজিওনাল সেমিনারি অ্যান্ড কলেজের প্রশাসক (২০২০-২০২১)।

২০১৬ সাল থেকে, তিনি কলকাতার মর্নিং স্টার রিজিওনাল সেমিনারি অ্যান্ড কলেজে বাইবেলিক্যাল থিওলজির অধ্যাপক এবং আধ্যাত্মিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ডঃ স্টিফেন আলাথারারা প্রতিবেদন থেকে অনুলিখনে চন্দনা রোজারিও।

Tags