বারুইপুর ধর্মপ্রদেশে তরুণদের আহ্বান শিবির

বারুইপুর কাথলিক ধর্মপ্রদেশে তরুণদের জন্য তিনদিনের আহ্বান শিবির আয়োজিত

বারুইপুর কাথলিক ধর্মপ্রদেশে তরুণদের জন্য তিনদিনের আহ্বান শিবিরের আয়োজন করেছিল ভোকেশন কমিশন।

গত ১১-১৩ এপ্রিল ২০২৪, বারুইপুর পাস্টরাল সেন্টার দিশারীতে এই শিবির অনুষ্ঠিত হয়। বিভিন্ন ধর্মপল্লী থেকে প্রায় ৩২ জন যুবা এই শিবিরে অংশ নেয়।

মাননীয় বিশপ শ্যামল বোসের উপস্থিতি ও গুরুত্বপূর্ণ অধিবেশন শিবির কে তাৎপর্যময় করেছিলও একই সঙ্গে অন্যান্য পুরোহিতদের  সক্রিয় পরিচালনা অংশগ্রহনকারীদের মধ্যে বিপুল  উৎসাহের সঞ্চার করেছিল।

শিবিরের মূল উদ্দেশ্য ছিল তরুণদের মনে যাজক জীবনের বীজ বপন করা।

প্রতিদিন প্রার্থনা ও খ্রীষ্টযাগ দিয়ে অনুষ্ঠান শুরু হয়। দ্বিতীয়দিন খ্রীষ্টযাগ উদযাপন করেন বিশপ শ্যামল বোস। উপদেশে তিনি তরুনদের ঈশ্বরের আহ্বান বা ডাক শোনার জন্য মনোনিবেষ করতে বলেন।যাদের মধ্যে পুরোহিত হবার ইচ্ছা আছে তাদের প্রত্যেকের সাথে আলাদা ভাবে সাক্ষাতের সময় দেন।যা খুবই ভাল সুযোগ।

শেষ দিনে ভিকার ফঃ কনৌজ রায় খ্রীষ্টযাগ উদযাপন করেন ও বিশেষ অধিবেশন নেন।যেখান যীশু খ্রীষ্টের মানব প্রেম ,মানবতাকে খুব সুন্দর করে ব্যাখ্যা করেন।

শেষে ধন্যবাদ জ্ঞাপন ও মধ্যাহ্ন ভোজন শেষে সকলে বিদায় নেয়। প্রতিবেদন – চন্দনা রোজারিও।

Tags

Comments

Lorato Costa (not verified), Apr 21 2024 - 12:27am
আজকের তরুণেরা আগামী দিন কোন ভবিষ্যৎ। বর্তমানে খ্রীষ্ট মন্ডলী তে যাজকদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে ।ঈশ্বরের প্রতি ভালোবাসা তার পথে অগ্রসর হওয়া থেকে আজকের যুব সমাজ অনেক পিছিয়ে ধর্মের প্রতি অনেক উদাসীন। ফেসবুক ইউটিউবের প্রতি আসক্ত। তাই এই ধরনের অনুষ্ঠান মাঝে মধ্যে করা দরকার। তরুণদের উৎসাহ উদ্দীপনা জাগিয়ে তুলতে হবে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। ধর্মের প্রতি তাদের আকৃষ্ট করতে হবে। খুব সুন্দর অনুষ্ঠান করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
Lorato Costa (not verified), Apr 21 2024 - 12:28am
আজকের তরুণেরা আগামী দিন কোন ভবিষ্যৎ। বর্তমানে খ্রীষ্ট মন্ডলী তে যাজকদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে ।ঈশ্বরের প্রতি ভালোবাসা তার পথে অগ্রসর হওয়া থেকে আজকের যুব সমাজ অনেক পিছিয়ে ধর্মের প্রতি অনেক উদাসীন। ফেসবুক ইউটিউবের প্রতি আসক্ত। তাই এই ধরনের অনুষ্ঠান মাঝে মধ্যে করা দরকার। তরুণদের উৎসাহ উদ্দীপনা জাগিয়ে তুলতে হবে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। ধর্মের প্রতি তাদের আকৃষ্ট করতে হবে। খুব সুন্দর অনুষ্ঠান করার জন্য অনেক অনেক ধন্যবাদ ফাদার ও বিশপ কে।।