কলকাতা সেন্ট এন্টনি হাইস্কুলে বার্ষিক টিম লিডার শপথ গ্রহণ অনুষ্ঠান

গত জানুয়ারির ২০২৫কলকাতা আর্চডাওসিসের সেন্ট এন্টনি স্কুলের নির্বাচিত বার্ষিক  টীম লিডার দের বর্ণাঢ্য  শপথ গ্রহণ  অনুষ্ঠান সম্পন্ন হল।অনুষ্ঠান পরিচালনায় ছিলেন স্যার  স্টিভ মেনেযেস।

ঈশ্বরের নিকট বিশেষ  প্রার্থনা সাধু আন্তনির প্রতিকৃতিতে মাল্যদানের  মাধ্যমে অনুষ্ঠানের শুভ  সূচনা  হয়। পৌরহিত্য করেন  ফঃ ডমিনিক। এরপর পবিত্র  খীষ্টযাগ  উদযাপিত  হয়।খ্রীষ্টযাগে অংশ নেন   ভিকার জেনারেল ফঃ ডমিনিক গোমেস , ফঃ মলয় ডি'কস্তা, ফঃ প্যাট্রিক রড্রিক্স,ফঃ সন্দীপ  ডুংডুং ও ফঃ জন সোরেন। অন্যান্য বিশিষ্ট অতিথিদের  মধ্যে উপস্থিত ছিলেন  সিঃরোসনিসিঃ আন্না টিজ্ঞা, পিতা-মাতা অভিভাবকবৃন্দ।

খ্রীষ্টযাগের শেষে বিশিষ্ট অতিথিদের  মঞ্চে উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয়। 

স্কুলের  নিয়মানুবর্তিতা এবং কঠোর  শৃঙ্খলা রক্ষায় মনিটর টিম লিডারদের দায়িত্ব অপরিসীম। ডায়সেশন শিক্ষাপরিষদের সচিব ফঃ মলয় তাঁর বার্তায় ছাত্রদের  সে বিষয়ে সচেতন করেন।

 অত্যন্ত জাকজমক সহকারে তাদের  উপর  দায়িত্ব অর্পণ করা হয়। হলুদ, লাল,নীল ও সবুুজ দলনেতা একে একে ব্যাজ প্রদান করেন স্কুলের প্রধান ফঃ রড্রিক্স। প্রতিবেদন – চন্দনা রোজারিও।

Tags