টালিগঞ্জ শান্তি রাণী গির্জায় মহিলা ও মাতৃদিবস উদযাপন

১২ মে ২০২৪,টালিগঞ্জ বাঁশদ্রোনির শান্তিরাণী গির্জা তথা ধর্মপল্লীতে সাড়ম্বরে মহিলা মাতৃদিবস উদযাপিত হল।

রবিবার দিন শুধুমাত্র ধর্মপল্লীর মহিলাদের জন্য স্কুল হলে পৃথক ভাবে খ্রীষ্টযাগের আয়োজন করা হয়। সকাল :৩০ মি. খ্রীষ্টযাগের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। প্রায় দুশোর অধিক মহিলা এই খ্রীষ্টযাগে যোগদান করে। হিন্দি বাংলা উভয় ভাষা- ভাষীর মহিলারা সক্রিয় ভাবে অনুষ্ঠানে অংশ নেয়।বিশেষভাবে সব বয়সী মায়েদের মধ্যে একটা দিনটার প্রতি আগ্রহ চোখে পড়ে।তার একটা কারণ রবিবারের মত দিনে শুধু পল্লীর নারীদের জন্য আলাদা খ্রীষ্টযাগ,যা খুবই  গুরুত্বপূর্ণ।

পবিত্র খ্রীষ্টযাগ উদযাপন করেন কৃষ্ণনগর ধর্মপ্রদেশের ফঃ ঝন্টু মণ্ডল সহকারী পুরোহিত ছিলেন ফঃপ্রশান্ত কুল্লু।

উপদেশে তরুণ ফঃ ঝন্টু ,নারী মাতৃদিবসের গুরুত্ব,তাৎপর্য সর্বোপরি সমাজে মায়েদের অবদানের কথা খুব সুন্দর করে ব্যাখ্যা করেন।সেই সঙ্গে কণ্যা সন্তান রক্ষা করার কথা স্মরণ করান।

প্যারিশের মহিলা কমিশন এই অনুষ্ঠান পরিচালনা করে। সব শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন কমিশনের সভানেতৃ শ্রীমতী সন্ধ্যা ভিনসেন্ট।

শেষে সকলের জন্য হাল্কা জল পানের ব্যাবস্থা করা হয়। প্রতিবেদন – চন্দনা রোজারিও।

Tags