রাঘবপুর সাধু যোসেফ ক্যাথলিক গীর্জায় সাধু যোসেফের পর্ব পালন

রাঘবপুর সাধু যোসেফ ক্যাথলিক গীর্জায় সাধু যোসেফের পতাকা উত্তোলন

বিগ মার্চ ০২৫ খ্রিষ্টাব্দ, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রাঘবপুর সাধু যোসেফ ক্যাথলিক গীর্জায় মহাসমারহে ধর্মপল্লীর প্রতিপালক সাধু যোসেফের পর্ব পালন করা হয়।

এই পর্ব দিন উপলক্ষে রাঘবপুর ধর্মপল্লীতে ১৬ই মার্চ থেকে ১৮ই মার্চ তিন দিনের নবাহ প্রার্থনার আয়োজন করা হয় বং ১৯ মার্চ পর্ব পালন করা হয়।

নবাহ প্রার্থনার প্রথম দিনে সাধু যোসেফের পতাকা উত্তোলন করা হয়। প্রতিকৃতিতে মাল্যদান, আরতি করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। রপর শোভাযাত্রার মাধ্যমে কীর্তন গান সহযোগে গির্জা প্রাঙ্গনে প্রবেশ করা হয়।

অনুষ্ঠানের শুভ সূচনা করেন  পাল পুরোহিত ফাদার যোসেফ টোপ্প  এসজে উক্ত এই প্রার্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিস্টার অর্পিতা ডিএসএ, সিস্টার বিনীতা ডিএসএ, অন্যান্য সিস্টারগণ, ব্রাদারগণ বং সাধারণ খ্রিস্টভক্তরা

১৯ শে মার্চ বুধবার বৈকাল ৫ ঘটিকায় মহা সমারহে পর্ব পালন করা হয়। খ্রীষ্টযাগ উৎসর্গ করেন রাঘবপুর মিশন সুপিরিয়র ফাদার জনসন পাদিয়ারা এসজে, পাল পুরোহিত ফাদার যোসেফ টোপ্প এসজে, ফাদার  ইএস  যোসেফ এসজে, ফাদার আরুল যোসেফ এসজে প্রমুখ

ফাদার সুপিরিয়র তাঁর উপদেশে সাধু যোসেফের আশ্চর্য ঘটনার কথা তুলে ধরেন। তিনি বলেনআমরা যদি বিশ্বাস করি তাহলে সাধু যোসেফের মহিমা প্রতিমুহূর্তে আমাদের জীবনে প্রকাশ পাবে, তবে তার জন্য দরকার নিষ্ঠা ও একাগ্রতা

খ্রীষ্টযাগ শেষে ধর্মপল্লীর পক্ষ থেকে ফাদারগণকে পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানানো হয়  বং পর্ব দিবস উপলক্ষে কেক কাটা হয়

এভাবে মিষ্টিমুখের মধ্যে দিয়ে ধর্মপল্লীর পালক পিতা সাধু যোসেফের পর্ব উদযাপন করা হয়

প্রতিবেদন তন্ময় মন্ডল