বনানী পবিত্র আত্মা উচ্চ সেমিনারীতে অনুষ্ঠিত হলো ডিকন অভিষেক অনুষ্ঠান

পবিত্র আত্মা উচ্চ সেমিনারীতে অনুষ্ঠিত হলো ডিকন অভিষেক অনুষ্ঠান

গত ২৪ মে ২০২৫ খ্রিস্টাব্দ,  বাংলাদেশের যাজকীয় গঠন লাভের একমাত্র জাতীয় প্রতিষ্ঠান পবিত্র আত্মা উচ্চ সেমিনারী বনানীতে অনুষ্ঠিত হলো ডিকন অভিষেক অনুষ্ঠান।

এই পরিসেবক অভিষেক লাভ অনুষ্ঠান উপলক্ষে আধ্যাত্নিক প্রস্তুতি স্বরূপ আগের দিন বিকালে বিশেষ পবিত্র আরাধনা প্রার্থনার অনুষ্ঠান করা হয়। এই পবিত্র  আরাধনা প্রার্থনার মূলসুর ছিল,  “আনন্দ চিত্তে, বিনম্র সেবায়, পিতার দিকে যাত্রা”।

এতে বাংলাদেশের ৬টি ধর্মপ্রদেশ ও মহাধর্মপ্রদেশ থেকে তথা রাজশাহী ধর্মপ্রদেশ থেকে ৬জন, ঢাকা মহাধর্মপ্রদেশ থেকে ৩জন, বরিশাল ধর্মপ্রদেশ থেকে ২জন, দিনাজপুর ধর্মপ্রদেশ থেকে ২জন, চট্রগ্রাম মহাধর্মপ্রদেশ থেকে ১জন এবং খুলনা ধর্মপ্রদেশ থেকে ১জন সহ মোট ১৫জন ভাই ডিকন বা পরিসেবক পদে অভিষেক লাভ করেন।

এই অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার, বিশপ জের্ভাস রোজারিও, বিশপ সেবাস্টিয়ান টুডুবিশপ ইম্মানুয়েল কানন রোজারিও সহ ফাদারগণ, সিস্টারগণ এবং ডিকন প্রার্থীদের অভিভাবক, আত্মীয়স্বজন ও খ্রীষ্টভক্তগণ মিলে প্রায় ১০০০ জনের মতো উপস্থিত ছিলেন।

আগের দিন পবিত্র মঙ্গলানুষ্ঠানের শুরুতেই ছিলো শুভেচ্ছা বক্তব্য।এরপরে প্রার্থীদের পরিচয় পর্বরাখী বন্ধনী,  আর্শীবাদ অনুষ্ঠান ও প্রার্থীদের মিষ্টি মুখ করানো হয়।

পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও। তিনি পবিত্র খ্রিস্টযাগের শুরুতেই বলেন, “আজ বাংলাদেশ মন্ডলী অনেক আনন্দিত কারন বিভিন্ন ধর্মপ্রদেশ থেকে মন্ডলী ১৫জন পরিসেবক পাবে। তাই প্রথমেই আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই তাঁর এ মহাদানের জন্য। আরো ধন্যবাদ জানাই পরিসেবক প্রার্থীদের পিতা-মাতাদের কারন তারা তাদের সন্তানদের মন্ডলীতে সেবা কাজের জন্য দান করেছেন।”

নব অভিষিক্ত পরিসেবকদের সাথে বিশপ ও যাজকগন

বিশপ জের্ভাস রোজারিও পবিত্র খ্রিস্টযাগের উপদেশ বাণীতে পরিসেবকদের উদ্দেশে বলেন,  “তোমাদের কাজ হবে সেবা করা অর্থাৎ তোমরা পুণ্যবেদীতে সেবাদান করবে, একই সাথে ধর্মপাল ও ধর্মযাজকদের নামে মন্ডলীতে তোমরা সেবা করবে।”

তোমরা সেবা পেতে নয় বরং সেবা করতে এসেছ সেই কথা তোমরা সবসময় মনে রাখবে। তোমাদের কাজ হবে মন্ডলীর হয়ে মঙ্গলবাণী ঘোষণা করা,  প্রার্থনা করা নিজেদের জন্য এবং ঐশজনগণের জন্য; যাতে ঈশ্বরের সাথে ও তাঁর সান্নিধ্যে তোমরা বাস করতে পারো,” বলেন বিশপ রোজারিও।

দিনাজপুর ধর্মপ্রদেশের নব অভিষিক্ত পরিসেবক রতন রিচার্ড লিন্ডুয়ার তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, “আজকের এই দিনে সর্বপ্রথমে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মহান সৃষ্টিকর্তা ঈশ্বরকে যিনি আমাকে আমার অযোগ্যতা থাকা সত্ত্বেও ভালবেসে অনুগ্রহ করে ডিকন বা পরিসেবকের এই পবিত্র সেবা-দায়িত্বের অংশীদার করেছেন।”

তিনি আরো বলেন, “আজ আমি অনেক আনন্দিত কারণ সহায়ক পবিত্র আত্মা যিনি আমার অন্তরে এই আহ্বানের বীজ বপন করে প্রভু যীশু খ্রীষ্টের সেবার পথ অনুসরণ করার অনুপ্রেরণা যুগিয়েছেন বিভিন্ন ঘাত প্রতিঘাত, দুঃখ-কষ্টের মধ্য দিয়ে এবং আমাকে প্রস্তুত করেছেন পিতা-মাতা, আত্মীয়-স্বজন, পরিচালকমন্ডলী, আধ্যাত্মিক পরিচালক ও উপকারী বন্ধুদের মধ্য দিয়ে।”

আমি যেন খ্রীষ্ট বিশ্বাসে অটল থেকে পরিসেবকের এই সেবা-দায়িত্ব পবিত্রতার সাথে পালন করে যেতে পারি তার জন্য আপনাদের সকলের প্রার্থনা ও আশীর্বাদ কামনা করি,” বলেন পরিসেবক লিন্ডুয়ার।

রাজশাহী ধর্মপ্রদেশের নব অভিষিক্ত ডিকন থিত্তটনিয়াস সনেট কস্তা তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “আমি সুদীর্ঘ ১৫ বছর সেমিনারীতে যাজক হবার ইচ্ছাকে লালন করেছি। যাজক হবার পূর্ব ধাপ হলো পরিসেবক পদ। আর আজ প্রভুর পূণ্যবেদীতে সেই পরিসেবক পদে অভিষিক্ত হতে পেরেছি তার জন্য ঈশ্বরকে কৃতজ্ঞতা ভরা অন্তরে ধন্যবাদ জানাই।”

আজকের এই বিশেষ দিনে প্রভু যিশুর কাছে বিশেষ কৃপা যাচনা করি যেন পরিসেবকের সেবা কাজ করতে করতে একদিন যেন প্রভুর যাজক হয়ে তার ভক্ত মণ্ডলীকে সেবা করতে পারি,” বলেন ডিকন কস্তা।

বনানী পবিত্র আত্মা উচ্চ সেমিনারীর পরিচালক ফাদার পল গমেজ বলেন, “তারা দীর্ঘদিন গঠন গ্রহণ করে; তাদের আহ্বান আবিষ্কার করেছে। তাদের আহ্বানের পিছনে তাদের পিতামাতা, আত্মায়ীস্বজন, বন্ধু-বান্ধব, ভাইবোন, ফাদারগণ, সিস্টারগণ ও ধর্মপ্রদেশের ধর্মপাল ও যাকজগণ তাদেরকে আহ্বান আবিষ্কার করতে সহায়তা করেছেন তাই তাদের এই জীবনাহ্বানের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই।”

আজ তারা মন্ডলীর পরিসেবকের সেবা দায়িত্ব গ্রহন করেছে আর এই সেবা দায়িত্ব তারা যেন নিষ্ঠার সাথে পালন করতে পারে সেই প্রার্থনা করি”, বলেন পরিচালক ফাদার পল।

এই ডিকন অভিষেক যারা লাভ করেছেন তার হলেন রাজশাহী ধর্মপ্রদেশ থেকে আলবাট বকুল এুশ, অনু যোয়াকিম গমেজ, জের্ভাস গ্রাবিয়েল মুরমু, মাইকেল হেম্রম, সনেট থিত্তটনিয়াস কস্তা, উজ্জল কন্সটাইন গমেজ, বরিশাল ধর্মপ্রদেশ থেকে  জয় ইগ্নানিউস হাজরা, অলিভার অলক বিশ্বাস।

এছাড়াও ঢাকা মহাধর্মপ্রদেশ থেকে মিঠুন মাসিয়াস এক্কা, শাত্তন আন্তনি রোজারিও, তন্ময় যোসেফ কস্তা, দিনাজপুর ধর্মপ্রদেশ থেকে রতন রির্চাড লিণ্ডুয়ার, তপন দাস, চট্রগ্রাম মহাধর্মপ্রদেশ থেকে রূপক ইসাহাক রোজারিও এবং খুলনা ধর্মপ্রদেশ থেকে রথু জন সরকার।

খ্রিস্টযাগের পরে পরিসেবকদের জন্য সংবর্ধনা অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

পরিশেষে সেমিনারীর পরিচালক ফাদার পল গমেজ, উপস্থিত ফাদার, ব্রাদার, সিস্টার এবং ডিকনদের অভিভাবক, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর মধ্যদিয়ে এই অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করেন। - আরভিএ সংবাদ