গোল্লা ধর্মপল্লীতে অর্ধ দিবস ব্যাপী যুব সেমিনার
গত ২১ আগস্ট, ২০২৪ খ্রিস্টাব্দ গোল্লা ধর্মপল্লীতে মিশন যুব সংঘ ও ক্লাবসমূহের আয়োজনে
গোল্লা ধর্মপল্লীতে অর্ধ দিবস ব্যাপী যুব সেমিনার অনুষ্ঠিত হয়। যুব সেমিনারের মূল সুর ছিল “এসো মন দিয়ে শুনি মনের কথা”।
এ সেমিনারে অষ্টম শ্রেণী থেকে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ১১০ জন যুবক যুবতী সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।সেমিনারিয়ান অমিত ক্রিস্টোফার গোমেজ প্রার্থনার মধ্য দিয়ে সেমিনারটি শুরু হয়। এরপর সেমিনারে প্রথম অধিবেশন শুরু করা হয়।
প্রথম অধিবেশনে শ্রদ্ধেয় ফাদার রিপন রোজারিও এস জে, মূল সুরের উপর ভিত্তি করে সহভাগিতা করেন। তিনি তার সহভাগিতার মধ্য দিয়ে যুবাদেরকে আলোকিত করেন এবং যুবাদের জন্য প্রাসঙ্গিক বিভিন্ন প্রশ্ন রাখেন। যুবারা উত্তর দানের মধ্য দিয়ে সেমিনারে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।
পরর্বতী অধিবেশনে Love Myself' এর উপর সংক্ষিপ্ত সহভাগীতা করেন শ্রদ্ধেয় ফাদার প্রলয় আগস্টিন ক্রুশ,ঢাকা মহাধর্মপ্রদেশীয় যুব কমিশন এর যুব সমন্বয়কারী I সহভাগিতা শেষে যুবাদেরকে মোট চারটি দলে ভাগ করে দেওয়া হয় ।দলীয় কাজের জন্য তাদেরকে দল ভিত্তিক কয়েকটি প্রশ্ন দেওয়া হয়। প্রশ্নের আলোকে প্রত্যেকটি দলে আলোচনা করা হয়।দলীয় কাজ শেষে প্রত্যেকটি দলের মধ্য থেকে তিনজন করে প্রতিবেনটি উপস্থাপন করে।
উল্লেখ্য যে , দলীয় কাজের মধ্য দিয়ে তাদের মধ্যে সহভাগিতাতার মনোভাব,একজন আরেকজনকে জানার মনোভাব এবং পারস্পারিক সুন্দর সম্পর্ক গড়ে উঠে। তাদের সহভাগিতা খুবই প্রাণবন্ত ও অর্থপূর্ণ ছিল। তাদের সহভাগিতার পর অংশগ্রহণকারী যুবদের জন্য কুইজ পর্ব অনুষ্ঠিত হয়। কুইজে বিজয়ী ১০ জন কে পুরস্কৃত করা হয়।
এরপর যুবাদের জন্য সমাপণী খ্রিস্টযাগ উৎসর্গ করা হয়। পবিত্র খ্রিষ্টযাগ উৎসর্গ করেন গোল্লা ধর্ম পল্লীর পাল পুরোহিত শ্রদ্ধেয় ফাদার গাব্রিয়েল কোড়াইয়া এবং তাকে সহায়তা করেন ফাদার রিগেন পিউস কস্তা এবং ফাদার প্রলয় ক্রুশ।