ঢাকা মহাধর্মপ্রদেশের অন্তর্গত গোল্লা ধর্মপল্লীতে উদযাপিত হল পবিত্র শিশুমঙ্গল দিবস
গত ২ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ, ঢাকা মহাধর্মপ্রদেশের অন্তর্গত গোল্লা ধর্মপল্লীতে উদযাপিত হলো শিশু ও এনিমেটরদের নিয়ে পবিত্র শিশু মঙ্গল দিবস।
ঢাকা মহাধর্মপ্রদেশীয় শিশু মঙ্গল কমিটির সহায়তায় ও গোল্লা ধর্মপল্লীর উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়। এই সেমিনারের মূলসুর ছিল “শিশুর মত সরল যারা, প্রার্থনার ফল পাবে তারা”।
এতে ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে আগত প্রায় ৭০ জন শিশু, ৩০ জন এনিমেটর, ১০ জন অভিভাবক, ৬ জন সিস্টার, ১ জন সেমিনারীয়ান ও ২ জন ফাদার অংশগ্রহণ করেন।
সেমিনারের শুরুতেই পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন ধর্মপল্লীর পালক-পুরোহিত ফাদার গাব্রিয়েল কোড়াইয়া এবং তাকে সহায়তা করেন ফাদার রিগ্যান পিউস কস্তা। একই সাথে ধর্মপল্লীতে সাধু জন মেরী ভিয়ান্নীর পর্ব দিনও পালন করা হয়।
পবিত্র খ্রিস্টযাগের উপদেশে ফাদার গাব্রিয়েল কোড়াইয়া সাধু জন মেরী ভিয়ান্নীর জীবনীর সাথে শিশুদের পরিচয় করিয়ে দেন এবং শিশুদেরকে আদর্শবান হয়ে জীবন যাপনের বিষয়ে অনুপ্রেরণামূলক কথা বলেন।
সেমিনারীয়ান অমিত গমেজ শিশুদের দৈহিক, নৈতিক ও আধ্যাত্মিক এই তিনটি দিকে শিশুদের বেড়ে উঠার বিষয়ে সহভাগিতা করেন।
অন্যদিকে সিস্টার মেরী সুধা এসএমআরএ শিশুদের সাথে (এ্যাকশন সং) নাচ-গান করেন এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। পরে শিশুদের বিনোদনের জন্য শ্রেণীভিত্তিক বিশেষ খেলাধূলার আয়োজন করা হয়। এনিমেটরদের জন্যেও খেলাধূলার আয়োজন করা হয়।
খেলাধুলা শেষে সকলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরপর ফাদার রিগ্যান কস্তা সবাইকে ধন্যবাদ জ্ঞাপনের মধ্যদিয়ে সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন। - বৃষ্টি গমেজ