ঢাকা মহাধর্মপ্রদেশের সহকারী বিশপ পদে মনোনীত হলেন ফাদার সুব্রত বনিফাস গমেজ

সহকারী বিশপ পদে মনোনীত ফাদার সুব্রত বনিফাস গমেজ

গত ১৫ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ,  ঢাকা মহাধর্মপ্রদেশের সহকারী বিশপ পদে মনোনীত হয়েছেন তেজগাঁও ধর্মপল্লীর বর্তমান পাল-পুরোহিত সুব্রত বনিফাস গমেজ।

বিকাল ৫:০০টায় ঢাকার তেজগাঁও গির্জায় বিশ্ব শান্তির জন্য বিশেষ খ্রিস্টযাগের শেষে ঢাকাস্ত ভাতিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন  রাণ্ডাল পোপীয় দপ্তরের পক্ষে এই ঘোষণা দেন। এই সময় উপস্থিত ছিলেন ঢাকার আর্চবিশপ বিজয় এন. ডি’ ক্রুজ ওএমআই,  বিশপ থিওটোনিয়াস গমেজ, সিএসসি,  ফাদার,  সিস্টার ও খ্রিস্টভক্তগণ ।

আর্চবিশপ কেভিন রাণ্ডাল বলেন, “বিশ্ব শান্তির জন্য বিশেষ খ্রিস্টযাগের সাথে সাথে ঢাকা মহাধর্মপ্রদেশের জন্য আরো একটি সুখবর হলো পোপীয় দপ্তর থেকে এই মহাধর্মপ্রদেশের জন্য একজন সহকারী বিশপ মনোনয়ন করেছে,  আর তিনি হলেন ফাদার সুব্রত বনিফাস গমেজ।”

ফাদার সুব্রত বনিফাস গমেজ ১৯ নভেম্বর ১৯৬২ খ্রিস্টাব্দে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীতে জন্মগ্রহণ করেন। তিনি ১৬ এপ্রিল ১৯৯০ খ্রিস্টাব্দে যাজকীয় অভিষেক লাভ করেন। 

ঢাকা মহাধর্মপ্রদেশের সহকারী বিশপ পদে মনোনিত ফাদার সুব্রত গমেজ সাপ্তাহিত প্রতিবেশী’কে দেয়া এক সাক্ষাৎকারে মিলন সমাজ গঠনের জন্য সবার প্রার্থনা চেয়ে বলেন, “আমি আজ অত্যন্ত আনন্দিত। আপনারা আমার জন্য প্রার্থনা করবেন ঈশ্বর তাঁর কাজের জন্য আমাকে মনোনিত করেছেন এবং আমি যেন ভালোভাবে সেই কাজ করে যেতে পারি।”

বিশপ মনোনয়নের ঘোষণার পরে ফাদার সুব্রত বনিফাস গমেজকে ফুলের শুভেচ্ছা জানান ধর্মপল্লীর নেতৃবৃন্দ এবং খ্রিস্টভক্তগণ।

ঢাকা মহাধর্মপ্রদেশের নবঘোষিত ও মনোনীত সহকারী বিশপ  সুব্রত বি গমেজ’কে রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। - আরভিএ সংবাদ