ম্যাঙ্গালোর অধিবাসী ফাদার এডোয়ার্ড বারেটো দার্জিলিঙের কোয়ডজুটর বিশপ হিসাবে নিযুক্ত হয়েছেন
গত ২৯ নভেম্বর ২০২৫, নতুন দিল্লীর (সি সি বি আই) সূত্র অনুসারে জানা যায় পোপ লিও চতুর্দশ ফাদার এডোয়ার্ড বারেটোকে দার্জিলিঙের কোয়ডজুটর বিশপ হিসাবে মনোনীত করেছেন।
৬০ বছর বয়সী ফ: বারেটো বর্তমানে ডায়োসিসের ডায়সেসান কমিশনের সমন্বয়কারী ব্যক্তি ও মণ্ডলীর বিচার বিভাগীয় প্রধান।
ফাদার বারেটো ১৯৬৫ সালের ৫ জানুয়ারি,কর্নাটকের ম্যাঙ্গালোর ডায়োসিসের বান্তওয়াল তালুকের আলামপুরি তে জন্মগ্রহণ করেন ।
প্রাথমিক শিক্ষা শুরু হয় নিরকানের সেন্ট থমাস হায়ার প্রাইমারি স্কুলে।তার পর মাইলাগ্রেস হাই স্কুল শিক্ষা অর্জন করেন। ১৯৮২ সালে দার্জিলিঙের মাইনর সেমিনারি জয়েন করেন
বিগত বছরে বহু প্যারিশে পুরোহিত হিসাবে কাজ করেন। তার মধ্যে লিসা হিলের আওয়ার লেডি অফ লুর্দেস চার্চ ও মেরি মাদার অফ গড চার্চ ,কালিংপং উল্লেখযোগ্য। ২০২২ সালে দিব্য বাণী পাস্টোরাল সেন্টারের পরিচালক হন। একই সঙ্গ লিটার্জি কমিশন এবং ক্যানন ল তথা মণ্ডলীর আইন কমিশনের সচিবের দায়িত্ব পালন করেন।
বর্তমানে দার্জিলিঙ ডায়োসিস, দার্জিলিঙ, কালিংপং, সিকিম ও ভুটানের রাজধানী নিয়ে গঠিত।
কাথলিক বাসিন্দা ৪৭,৮২৩, ধর্মপল্লী ৭৩, পুরোহিতের সংখ্যা ১০৭, ধর্মীয় নর -নারী র সংখ্যা ১১৬,১২৮। ৭২ বছর বয়সী বিশপ স্টিফেন লেপচা বিগত ২৮ বছর ডায়োসিস পরিচালনা করে আসছেন। প্রতিবেদন – চন্দনা রোজারিও।