বারুইপুর দিশারীত: অল্টার  সার্ভার ও সান্ডেস্কুলের   ছেলেমেয়েদের  বড়দিনের  প্রীতিসম্মেলন

বড়দিনের প্রীতিসম্মেলন বারুইপুরে অল্টার সার্ভার  ও সান্ডেস্কুলের ছেলেমেয়েদের

গত ৫ জানুয়ারি ২০২৫, বারুইপুর ধর্মপ্রদেশের 'দিশারীতে' অল্টার সার্ভার  ও সান্ডেস্কুলের ছেলেমেয়েদের  নিয়ে  মহা সমারোহে বড়দিনের প্রীতিসম্মেলন অনুষ্ঠিত হল। ধর্মপ্রদেশের বিভিন্ন প্যারিশ ও সাবষ্টেশন থেকে ছেলে-মেয়েরা এই আনন্দানুষ্ঠানে যোগ দিয়েছিল।

সকাল  ১০টায় ক্যাথিড্রালে মহা খ্রীষ্টযাগের মধ্য  দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বারুইপুর ধর্মপ্রদেশের রেঃ বিশপ শ্যামল বোস ।

উপদেশে বিশপ  মহোদয় বলেন, 'দিনটি যীশুর  আত্মপ্রকাশের দিন'।তিন পণ্ডিত যীশুর খোঁজে কত পথ পাড়ি দিয়েছিলেন, আমাদের ঈশ্বরের অনুগ্রহ লাভ করার জন্য তীর্থ করতে হবে...কষ্ট স্বীকার করতে হবে।"

তিনি আরও বলেন,  "যীশুর জুবিলি বছরে তাঁর  উপর  আরও  বেশি করে আশা ও ভরসা রাখতে হবে"।

খীষ্টযাগের পর দিশারীতে দিনের মূল অনুষ্ঠান  শুরু হয় অগ্নিপ্রজ্জ্বোলন দিয়ে।শিখা প্রজ্জ্বোলনে পৌরহিত্য করেন প্রধান  অতিথি মাননীয় প্রাক্তন বিশপ সালভাদোর লোবো।পরে অতিথি ও বিচারকদের  ফুল ও চন্দন দিয়ে বরণ করে নেওয়া হয়।

এরপর  শুরু হয় যীশুর  জন্ম উৎসবের  স্কিট  প্রতিযোগিতা।পল্লী,উপপল্লী মিলিয়ে মোট ১২ টি দল এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। প্রতিটি দল সৃজনশীল  ভাবে বিষয়  বস্তুকে উপস্থাপন করার চেষ্টা করছিল।যা খুবই  প্রশংসনীয়।

বিচারক মণ্ডলীর তথা ফঃ উত্তম,ফঃ সরজিৎ ও শ্রীমতী চন্দনা রোজারিও রায়দানের শেষে বিজয়ী দলের একে একে

নাম ঘোষণা করেন ও তাদের  হাতে পুরস্কার  তুলে দেন বিশপ  লোবো।

তারই ফাঁকে সুন্দর  ক্রিয়েটিভ অনুষ্ঠানের  জন্য  সকলকে আন্তরিক অভিনন্দন জানান। শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন  ফঃ গৌতম নস্কর। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন  ব্রাদার রাজেশ নস্কর। ক্রিসমাস ক্যারল পরিবেশন করে ঠাকুর পুকুর যুবাদল।

অনুষ্ঠান শেষে সবাই  মধ্যাহ্ন ভোজে অংশ নেয়। প্রতিবেদন – চন্দনা রোজারিও।

Tags