তেজগাঁও ধর্মপল্লীর অন্তর্ভুক্ত এসএসভিপি’র আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সহায়তা প্রদান
গত ৭ জুন ২০২৪ খ্রিস্টাব্দ, তেজগাঁও হলি রোজারি কনফারেন্স হল রুমে সোসাইটি অফ সেন্ট ভিনসেন্ট ডি’ পল (এসএসভিপি) এর আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সহায়তা প্রদান করা হয়।
সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য অনিমা মুক্তি গমেজের আগমন উপলক্ষে ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার জয়ন্ত এস গমেজ মাননীয় সংসদ সদস্য অনিমা মুক্তি গমেজকে ফুলের শুভেচ্ছা প্রদানের মাধ্যমে তাকে স্বাগতম জানান।
ফাদার জয়ন্ত এস গমেজ, এসএসভিপি তেজগাঁও কনফারেন্স এর প্রেসিডেন্ট, সেক্রেটারী এবং সংসদ সদস্য অনিমা মুক্তি গমেজ এর শুভেচ্ছা বক্তব্য প্রদানের পর মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত ৩০টি শাড়ি সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র- মাঝে নিজ হাতে বিতরন করেন।
শাড়ি পেয়ে দরিদ্র ও সুবিধাবঞ্চিতগণ মাননীয় প্রধানমন্ত্রী এবং সংসদ সদস্য অনিমা মুক্তি গমেজকে ধন্যবাদ ও অন্তরের অন্তঃস্থল থেকে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা করেন।
পাশাপাশি তাদের জীবন-যাপনে কষ্টভোগ, অসহায়ত্ব, চিকিৎসা ও ছেলে-মেয়েদের শিক্ষার জন্য অর্থের অভাব লাগবে পাশে থাকার জন্য আকুল আবেদন জানান।
তেজগাঁও হলি রোজারি কনফারেন্স দীর্ঘ ৫০ বছর যাবত নিঃস্বার্থভাবে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে নিরবে সেবা প্রদান করে যাচ্ছে।
এই মহতী কাজে আমাদের পাশে ধর্মপল্লীবাসী, বিভিন্ন সংস্থা, দেশী-বিদেশী উপকারী বন্ধুমহল এবং মাননীয় সংসদ সদস্যের সমর্থন ও অংশগ্রহণের ফলে তেজগাঁও হলি রোজারি কনফারেন্স এসএসভিপি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন । - চয়ন এস. রোজারিও