রাজশাহী খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে অনুষ্ঠিত হলো সুরক্ষা বিষয়ক কর্মশালা

গত ৪ থেকে ৫ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের অন্তর্গত খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে ছাত্র-ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হলো সুরক্ষা বিষয়ক কর্মশালা।
অনুষ্ঠিত এই কর্মশালাতে রাজশাহী ধর্মপ্রদেশের বিভিন্ন ধর্মপল্লী থেকে মোট ১০৩জন অংশগ্রহণ করে।
কর্মশালার প্রথম দিনের অনুষ্ঠানটি ছিলো দক্ষিণ কোরিয়া থেকে আগত অতিথিদের নিয়ে আলোচনা সভা। পাহাড়িয়া ও সাঁন্তাল কৃষ্টিতে নৃত্য ও পা ধোয়ানোর মধ্য দিয়ে অতিথিদের বরণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারাণ্ডী, ফাদার নিখিল গমেজ, ফাদার শ্যামল জেমস্ গমেজ, ফাদার প্রশান্ত আইন্দ, ফাদার কমল খান এবং কোরিয়া থেকে আগত ফাদার আলবার্ট সং ও তিনজন কোরিয়ান যুব প্রতিনিধি।

উপস্থাপনের মধ্যে ছিলো রাজশাহী ধর্মপ্রদেশ, রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব কমিশন ও রাজশাহী ধর্মপ্রদেশে বিশ্ব যুব দিবসের ক্রুশের আগমন বিষয়ক ডকুমেন্টারী।
ডকুমেন্টরী প্রদর্শন শেষে অতিথিদের যুব কমিশনের পক্ষ থেকে পুরস্কার তুলে দেওয়া হয়। এরপর দক্ষিণ কোরিয়া থেকে আগত ফাদার আলবার্ট সং এবং দু’জন যুবক বিশ্ব যুব দিবস সম্পর্কে সকলের সাথে আলোচনা করেন।
এই সেমিনারে ফাদার উত্তম যোহন রোজারিও শিশু সুরক্ষা, নির্যাতন এবং যুবক-যুবতীদের জীবন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
উল্লেখ্য যে, দক্ষিণ কোরিয়া থেকে আগত অতিথিরা রাজশাহী ধর্মপ্রদেশের তিনটি ভিকারিয়ার ধর্মপল্লীগুলো পরিদর্শনে করেন। - বেনেডিক্ট তুষার বিশ্বাস