রাঘবপুর সাধু যোসেফ ক্যাথলিক গির্জায় প্রভু যীশুর জন্মোৎসব পর্ব পালন
বিগত ২৫ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ, দক্ষিণ ২৪ পরগনা জেলার বিষ্ণুপুর থানার অন্তর্গত রাঘবপুর সেন্ট যোসেফ ক্যাথলিক গির্জায় প্রভু যীশুর জন্মোৎসব উপলক্ষ্যে মহা খ্রীষ্টযাগ উৎসর্গ করা হয়।
এই মহা খ্রীষ্টযাগ উৎসর্গ করলেন রাঘবপুর ধর্মপল্লীর প্রাক্তন পাল পুরোহিত টি.জে.থমাস এস.জে, এবং তাঁর সাথে উপস্থিত ছিলেন রাঘবপুর ধর্মপল্লীর বর্তমান পাল পুরোহিত ফাদার যোসেফ টোপো এস.জে. ও ফাদার ই.এস. যোসেফ এস.জে, ফাদার যোসেফ পুলিকান এস.জে মহাশয়।
প্রাক্তন পাল পুরোহিত ফাদার ফাদার টি.জে.থমাস এস.জে মহাশয় তাঁর উপদেশে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের গানের দুটি লাইন "কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো" এই গানের মধ্য দিয়ে যীশুর জন্মগাঁথা তুলে ধরেন।
এরপর তিনি সর্বস্তরের মানুষের সুস্বাস্থ্য এবং সারা বিশ্বের ও দেশের শান্তি-শৃঙ্খলা যাতে বজায় থাকে সেই উদ্দেশ্যে প্রার্থনা নিবেদন করেন। সেই সাথে নতুন গীর্জাঘর নির্মাণের জন্যেও বিশেষ প্রার্থনা উৎসর্গ করেন।
খ্রীষ্টযাগ শেষে প্রভু যীশুর জন্মদিন উপলক্ষে কেক কেটে উপস্থিত খ্রীস্টভক্তদের মধ্যে বিতরণ করা করে দিনটি উদযাপন করা হয়।
প্রতিবেদন - তন্ময় মন্ডল