রাঘবপুর সাধু যোসেফ ক্যাথলিক গির্জায় অনুষ্ঠিত হল প্রথম পবিত্র খ্রীষ্টপ্রসাদ সংস্কার অনুষ্ঠান

বিগত ৯ জুন ২০২৪ খ্রিষ্টাব্দ, রবিবার সকাল ৭ ঘটিকায় রাঘবপুর সাধু যোসেফ ক্যাথলিক গির্জার কিশোর কিশোরীদের জন্য  পবিত্র খ্রীস্টপ্রসাদ সংস্কার অনুষ্ঠানটির আয়োজন করা হয় রাঘবপুর সেন্ট পলস স্কুল বিল্ডিংয়ে।

এই পবিত্র খ্রীষ্টপ্রসাদ সংস্কার প্রদান করেন বারুইপুর ধর্মপ্রদেশের প্রাক্তন ধর্মপাল শ্রদ্ধেয় বিশপ সালভাদোর লোব মহাশয়। এছাড়া উপস্থিত ছিলেন রাঘবপুর ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার যোসেফ টোপ্পো এস.জে. মহাশয়, সহকারী পাল পুরোহিত ফাদার জিনেশ এস.জে. মহাশয় এবং ফাদার কে.থোট্টাম এস.জে. মহাশয় ।

মূলত রাঘবপুর সাধু যোসেফ ক্যাথলিক গির্জায় অধীনস্থ সাতটি সাব সেন্টার ও মূল গির্জার মোট ৬৮ জন যুবক-যুবতীদের এই পবিত্র খ্রীষ্টপ্রসাদ সংস্কার দেওয়া হয়।

সকাল সাতটায় উপাসনা আরম্ভ হয়। প্রবেশিকা নৃত্যের মাধ্যমে সকল খ্রীস্টপ্রসাদ গ্রহনযোগ্য যুবক-যুবতী, সেবক দল, পুরোহিত বর্গ এবং প্রাক্তন বিশপ মহোদয়কে শোভাযাত্রার মাধ্যমে স্বাগত জানানো হয়। উপাসনা বেদীর সামনে পুরোহিত বর্গ ও বিশপ মহোদয়কে বরণ করে নেওয়া হয়। এরপর পুরোহিত বর্গ ও বিশপ মহোদয়কে চন্দনের ফোঁটা দেওয়া হয় ও বিশপ মহোদয়কে পুষ্পস্তবক প্রদান করা হয়। এরপর মূল উপাসনা শুরু হয় ।

খ্রীষ্টপ্রসাদ সংস্কার গ্রহণকারী যুবক-যুবতীদের মধ্য থেকেই প্রথম পাঠ ও দ্বিতীয় পাঠ করা হয়। পাল পুরোহিত মহাশয় মঙ্গল সমাচার পাঠ করেন ও বিশপ মহোদয় সকলের উদ্দেশ্যে উপদেশ প্রদান।

প্রেরিতগণের শ্রদ্ধামন্ত্র উচ্চারণ এবং সার্বজনীন প্রার্থনার পর "তোমার অর্ঘ্য বেদীর তলে, মোর জীবনের কুসুম ফোটে," এই গানের মধ্য দিয়ে নৃত্য সহযোগে উৎসর্গের জন্য প্রত্যেক যুবক-যুবতীরা বিভিন্ন উৎসর্গ নিবেদন করেন।

খ্রীষ্টযাগ শেষে বিশপ মহোদয় সকলকে বিশেষ আশীর্বাদ প্রদান করেন। সকল খ্রীস্টপ্রসাদ সংস্কার গ্রহণকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেয়া হয়। সবশেষে যুবক-যুবতীদের জন্য টিফিনের ব্যবস্থা করা হয়।

যুবক-যুবতীরা প্রথম খ্রীষ্টপ্রসাদ সংস্কার গ্রহণ করে আধ্যাত্মিক ভাবে পরিপূর্ণ হয়ে ওঠে। আগামী দিনে চলার পথে তারা যেন রুটির আকারে প্রভু যীশুকে গ্রহণ করতে পারে ও প্রভু যীশুর গৌরব মহিমা উপলব্ধি করতে পারে।-তন্ময় মন্ডল