রাঘবপুর গ্রামে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মাসব্যাপী মা মারিয়ার পর্ব উদযাপন
পয়লা মে থেকে ৩১শে মে পর্যন্ত রাঘবপুর সাধু যোসেফ ক্যাথলিক গীর্জার অধীনস্থ যে সমস্ত গ্রামে ক্যাথলিক ধর্মালম্বীরা বসবাস করেন সেই সমস্ত গ্রামের শান্তির জন্য গ্রামবাসীরা সকলে মিলে সেই সাথে সর্ব ধর্মের মানুষেরা মিলে মা মারীয়ার প্রতি বিশেষ শ্রদ্ধা জানানোর জন্য প্রস্তুত হয়ে ওঠে।
গ্রামে এবং পাড়ায় পাড়ায় মা মারিয়ার যে গ্রটো আছে সেখানে গ্রামের মায়েরা মিলে একমাস ব্যাপী বিকালে রোজারি প্রার্থনা করে থাকেন।
এরপর গ্রামের সদস্যরা একটি বিশেষ দিন নির্ধারণ করেন সেই দিনে গীর্জার ফাতিমা রানী মাকে শোভাযাত্রা ও কীর্তন সহযোগে সেই পাড়ায় নিয়ে যাওয়া হয়।
জপমালা প্রার্থনা ও পবিত্র খ্রীষ্টযাগ উৎসর্গ করার ব্যবস্থা করা হয় সেখানে। সারা রাত্রি ব্যাপী পদাবলী খ্রীস্টীয় কীর্তন গানের আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানের আগে অথবা পরে মা মারীয়াকে কীর্তন সহযোগে জাতি ধর্ম নির্বিশেষে গ্রামের প্রতিটি বাড়িতে প্রদক্ষিণ করানো হয় সেই বাড়ির ও গ্রামের শান্তির উদ্দেশে।
এই বিষয়ে রাঘবপুর সাধু যোসেফ গির্জার পাল পুরোহিত এবং ডি.এস.এ সিস্টারগণ গ্রামবাসীদের সম্পূর্ণ সহযোগিতা করে থাকেন ।
মা মারীয়ার প্রতি এই রকম শ্রদ্ধা ও ভক্তি প্রদর্শন দেখে পাল পুরোহিত বলেন “মায়ের প্রতি এই শ্রদ্ধা ভক্তি দেখে আমরা এটাই উপলব্ধি করি, আমাদের ক্যাথলিক মন্ডলীর মাতা মারীয়ার মধ্যস্থতায় আমরা যদি কোন প্রার্থনা রাখি, সেই প্রার্থনা তিনি যীশুর নিকট নিবেদন করেন।“
মাসব্যাপী এই জপমালা, কীর্তন ও খ্রীষ্টযা গের মধ্যে দিয়ে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই এক হয়ে ওঠে। তন্ময় মন্ডল