মথুরাপুর সেন্ট রীটাস্ হাই স্কুলে বিদ্যালয় দিবস উদযাপন

সেন্ট রীটাস্ হাই স্কুলে মহাসমারোহে অনুষ্ঠিত হলো বিদ্যালয় দিবস

গত ২৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের মথুরাপুর সেন্ট রীটাস্ হাই স্কুলে মহাসমারোহে অনুষ্ঠিত হলো বিদ্যালয় দিবস।

এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মথুরাপুর ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার শিশির নাতালে গ্রেগরী এবং প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে সেবাস্টিয়ান রোজারিও, নির্বাহী পরিচালক, কারিতাস বাংলাদেশ এবং যোয়াকিম গমেজ।

সভাপতি ও অতিথিদের শুভেচ্ছা প্রদান, আসন গ্রহণ, জাতীয় সংগীত পরিবেশন ও ধর্মীয় গ্রন্থ থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সিস্টার মেরী খ্রীষ্টেল, এসএমআরএ। দিবসের বিবিধ কর্মসূচীর মধ্যে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রধান অতিথি ও সভাপতি মহোদয়ের বক্তব্য, রম্য বিতর্ক এবং প্রীতি ভোজ।

বিদ্যালয়ের প্রাথমিক ও হাই স্কুল শাখার সর্বমোট ১৪৩০ জন শিক্ষার্থী ও ৩৯ জন শিক্ষকের সক্রিয় অংশগ্রহণে দিবসের যাবতীয় কার্যক্রম পরিচালিত হয়। সারা দিন ব্যাপী অনুষ্ঠানমালার মধ্য দিয়ে মহাসমারোহে বিদ্যালয় দিবস উদযাপন করা হয়। - ফাদার উত্তম রোজারিও