পরলোকগত ভক্তবৃন্দের স্বরণে বিশেষ খ্রিস্টযাগ উৎসর্গ

দিনাজপুর ক্যাথিড্রাল কবর স্থান (ছবি: পিটার রতন ক্রুশ )

গত ২ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ,  দিনাজপুর ক্যাথিড্রাল কবর স্থানে পরলোকগত ভক্তদের স্বরণে বিশেষ খ্রিস্টযাগ উৎসর্গ করেন ধর্মপ্রদেশের বিশপ সেবাস্টিয়ান টুডু।

এই দিনে সমস্ত খ্রিস্টমন্ডলী পরলোকগত ভাই-বোনদের কথা স্মরণ করে প্রার্থনা ও মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে তাঁদের আত্নার চির শান্তি কামনা করে।

এই বিশেষ দিনে পবিএ খ্রিস্টযাগ উৎসর্গ করেন বিশপ সেবাষ্টিায়ান টুডু তার সাথে আরও উপস্থিত ছিলেন ফাদার কেরবীম বাকলা,  ফাদার বিদ্যা বর্মন,  ফাদার মার্চেলিউস সহ অনেক খ্রিস্টভক্তগণ উপস্থিত ছিলেন। 

বিশপ সেবাস্টিয়ান টুডু তার উপদেশ বাণীতে বলেন, “মৃত্যুর পর অনন্ত জীবন আছে তাই পৃথিবীতে বেঁচে থাকা কালিন ভাল কাজের মাধ্যমে ঈশ্বরের সাথে অনন্ত জীবন লাভ করতে পারি। তিনি বাইবেলে উল্লেখিত লাজার এবং ধনী ব্যাক্তির উদাহরণ তুলে ধরেন।”

বিশপ টুডু আরো বলেন, “যারা দয়ালু ঈশ্বর তাদের দয়া করেন তাই এই পৃথিবীতে পূণ্য কাজের মাধ্যমেই আমরা ঈশ্বরের সাথে অনন্ত জীবন লাভ করতে পারি।”

আমরা বিশ্বাস করি যে,  যারা খ্রিষ্টের সাথে যুক্ত হয়ে অর্থাৎ ঐশ কৃপার অবস্থায় এই জগৎ ছেড়ে পরলোকে গিয়েছে, তারা অনন্ত জীবন পাবার যোগ্য।

এই পরলোকগত ভক্তবৃন্দের স্বরণ দিবসে আমরা আমাদের মৃত আত্নীয়-স্বজনদের প্রতি আমাদের ভালবাসা প্রকাশ করতে, তাদের বিয়োগে আমাদের দুঃখে সান্ত্বনা পেতে  ও পরকালীন আনন্দের প্রত্যাশায় শক্তি লাভ করতে আমরা প্রতি বছর এই কবর স্থানে মিলিত হই। - পিটার রতন ক্রুশ ।

Comments

Peter Ratan (not verified), Nov 06 2024 - 7:15am
ঈশ্বর সকল আত্মাকে চির শান্তি দান করুন. আমেন 🙏