স্বাধীনতা পাওয়ার পাশাপাশি পেয়েছি একটি সার্বভৌমত্ব ভূখন্ড। যাদের মহান আত্ম ত্যাগের ও প্রাণের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি তারা আামদের প্রাণের স্পন্দন যোগায়।
দীক্ষাস্নানের গুণে আমরা সবাই যাজক। যাজকত্বকে আমরা চর্চা করতে পারি সাক্রামেন্তীয় যাজকদের সঙ্গে যুক্ত থেকে। যাজকত্ব হলো ঐশ আহ্বান। ঈশ্বরই একজন যাজককে তার কাজের জন্য মনোনীত করেন, বেঁছে নেন এবং উপযুক্ত করে গড়ে তোলেন।
সদস্য সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠিত হলো দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট)-এর ৬৪তম বার্ষিক সাধারণ সভা এবং সেই সাথে উদ্বোধন করা হলো সমিতির স্বপ্নের মেঘা প্রকল্প ‘ডিভাইন মার্সি হাসপাতাল লি:।’
পবিত্র ক্রুশ সংঘের যাজকদের আধ্যাত্মিকতা ও ঐশ অনুগ্রহ হল পবিত্র ত্রিত্ব ও খ্রিষ্টমণ্ডলীকে মানুষের কাছে একটি পরিবার হিসেবে তুলে ধরা ও নিজেরা তার চিহ্ন হয়ে ওঠা যেখানে ঐক্য প্রতিষ্ঠা করেন স্বয়ং পবিত্র আত্মা। পবিত্র ক্রুশ সংঘ হচ্ছে জগতে নিবেদিত ধর্মীয় সন্ন্যাসব্রতীদের একটি পরিবার।
যাজক হচ্ছেন মঙ্গলবাণীর একজন সেবক, ঘোষক, শিক্ষক ও প্রেরিতদূত। সে প্রতিটি মুহুর্তে নিজেকে এই পবিত্র কাজের জন্য যোগ্য করার লক্ষ্যে মহাযাজক প্রভু যিশুর আদর্শ ও জীবনকে অনুসরণ করে।