ভাওয়াল আঞ্চলিক পালকীয় পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হলো যিশুর জন্মজয়ন্তীর জুবিলী বর্ষের সমাপনী অনুষ্ঠান
গত ১২ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ঢাকা মহাধর্মপ্রদেশের অর্ন্তগত ভাওয়াল আঞ্চলিক পালকীয় পরিষদের আয়োজনে নাগরী ধর্মপল্লীর পানজোড়া তীর্থস্থানে অনুষ্ঠিত হলো যিশুর জন্মজয়ন্তীর জুবিলী বর্ষের সমাপনী অনুষ্ঠান।
এই জুবিলী বর্ষের সমাপনী অনুষ্ঠানে ভাওয়াল অঞ্চলের খ্রীষ্টভক্তগণ অংশগ্রহণ করেন। এতে ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চবিশপসহ ১১জন ফাদার, ৩জন ডিকন ৩৪জন সিস্টার এবং ৬জন ব্রাদারসহ প্রায় ৬১০জন খ্রিস্টভক্ত অংশগ্রহন করেন।
এই অনুষ্ঠানের শুরুতেই ছিল র্যালী এবং পুণ্য দরজা দিয়ে প্রবেশ। পবিত্র খ্রীষ্টযাগ উৎসর্গ করেন আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুশ। তিনি তার উপদেশ বাণীতে বলেন, “প্রয়াত পোপ ফ্রান্সিস একজন প্রাবক্তিক ব্যক্তি ছিলেন। তার পালকীয় কাজ গুলোর মধ্যে শেষ দুইটা পালকীয় কাজ অত্যন্ত স্মরণীয় ছিল। তার মধ্যে প্রথমটা ছিল সিনোডাল মণ্ডলী। আর আমরা হলাম সেই সিনোডাল মণ্ডলী, যেখানে থাকবে মিলন সমাজ, ভাতৃত্বের সমাজ এবং একটা একতার পরিবার।”
তিনি আরও বলেন, “দ্বিতীয়টা হলো এই বছর খ্রিস্টের জন্মজয়ন্তীর জুবিলী বর্ষ পালন। আর এই জুবিলী আমরা পালন করব সবাইকে নিয়ে বিশেষ করে যুবক-যুবতী,পরিবারের সদস্য, শ্রমজীবী মানুষ, প্রতিবন্ধী মানুষ, বিভিন্ন সংঘ সমিতি, যারা বিভিন্ন ধরনের সেবা কাজে নিয়োজিত রয়েছে বিশেষ করে কারিতাস বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান সবাই মিলে একত্রে ঈশ্বরের সাথে মিলিত হয়ে পালন করা।”
অংশগ্রহনকারী পঙ্কজ স্টিভ রোজারিও তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “ঈশ্বরের ভালবাসায় ও আশীর্বাদে আমি ও আমার স্ত্রী জুবিলী বর্ষ পালন করতে ইতালিতে যাওয়ার সুযোগ পেয়েছি। আমরা দুজন খুবই আনন্দিত যে, ঈশ্বরের কৃপায় ক্যাথলিক খ্রীষ্টভক্তদের প্রাণকেন্দ্র ইতালির রোম নগরে তীর্থ করতে পেরেছি।”
তিনি আরও বলেন, “আমাদের তীর্থের যাত্রা শুরু হয় ভ্যাটিকান সিটির সেন্ট পির্টারস এর গির্জা থেকে। সেই গির্জায় প্রবেশে দরজা স্পর্শ করার সুযোগ হয়েছিল এবং প্রার্থনা করার সৌভাগ্য হয়েছিল। ইটালির তীর্থে আমরা না গেলে কখনোই বুঝতে পারতাম না ক্যাথলিক মন্ডলী আসলে কি ?এর গুরুত্ব কতটুকু?”
“রোম নগরে থাকাকালীন সময়ে আমি ব্যক্তিগতভাবে সত্যিই যীশুর উপস্থিতি প্রতিটা পদক্ষেপে অনুভব করেছি,” বলেন রোজারিও।
এই দিনটিকে কেন্দ্র করে মঞ্চস্থ করা হলো একটি নাটিকা, জারি গান, ভক্তি নৃত্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জুবিলী বর্ষের সমাপ্তী ঘোষণা করা হয়। - প্রাঞ্জল টমাস রোজারিও