সংঘবদ্ধ জীবনের প্রেরণা হলো আদিমণ্ডলির খ্রিস্টভক্তদের সংঘবদ্ধ জীবন, একমন-একপ্রাণ-একচিত্ত-মিলেমিশে জীবন যাপন করাই হলো সংঘবদ্ধ জীবন। একে অপরের প্রতি যত্নশীল হওয়াই হলো সংঘবদ্ধ জীবন।
সুপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এবারের ঈদুল আযাহ মহোৎসবে মহান সৃষ্টিকর্তা আপনাদের উপর বর্ষণ করুন তাঁর শত অনুগ্রহ, আশীর্বদ, তৌফিক; আপনারা লাভ করুন মহান আল্লাহতালার রহমত।
কোন কাজই স্বার্থকতা পাবে না যদি না ঈশ্বর আমার সাথে সমর্থন না দেন। আমাদের জীবন ও কাজে ঈশ্বরের ইচ্ছা মেনে চললে আমরা ঈশ্বরের কাছের মানুষ হয়ে উঠি। অন্তর্ভুক্তি ও সংহতি ছাড়া প্রেমপূর্ণ মিলন সমাজ গড়া সম্ভব নয়।
সাধু আন্তনীর কাছে আমরা হারানো দ্রব্য ফিরে পাওয়ার জন্য প্রার্থনা করি। কিন্তু বর্তমান সময়ে আমাদের উচিত ঈশ্বরের সাথে হারিয়ে যাওয়া সম্পর্ক ও বিশ্বাস ফিরে পাওয়ার জন্য সাধু আন্তনীর মধ্যস্থতায় প্রার্থনা করবো।
সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করে সন্তুষ্টি প্রকাশ করে বলেছিলেন উত্তম হয়েছে। এরপর তিনি মানুষকে সমস্ত সৃষ্টির উপর কতৃর্ত্ব প্রদান করেন এবং সৃষ্টির যত্ন নিতে উপভোগ করতে বলেন। কিন্তু আমরা মানুষ সৃষ্টিকে উপভোগ করে যাচ্ছি। যত্নের কথা ভুলে গিয়েছি।
কারিতাস বাংলাদেশের নির্বাহী পরিচালক বিশপ সুব্রতকে তার নতুন দায়িত্ব লাভের জন্য তাকে কারিতাসের পক্ষে অভিনন্দন জ্ঞাপন করেন ও তার জন্য প্রার্থনার প্রতিশ্রুতি দেন।
তোমরা সৌভাগ্যবান যে তোমরা সেন্ট যোসেফস্রে মতো স্বনামধন্য মিশনারী প্রতিষ্ঠানের শিক্ষার্থী। তোমরা সামনের দিকে এগিয়ে যাও শুভ হোক তোমাদের পথ চলা। এমন কিছু কর যাতে আমরা তোমাদের জন্য গর্ব করতে পারি। তোমরা ভাল মানুষ হও।