আভে মারীয়া ধর্মপল্লী গুল্টাতে অনুষ্ঠিত হলো ধর্মপ্রদেশীয় যুব দিবস

রাজশাহী ধর্মপ্রদেশের অন্তর্গত আভে মারীয়া ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো ধর্মপ্রদেশীয় যুব দিবস

গত ২৮ সেপ্টেম্বর থেকে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের অন্তর্গত আভে মারীয়া ধর্মপল্লী গুল্টাতে অনুষ্ঠিত হলো ধর্মপ্রদেশীয় যুব দিবস।

এই ধর্মপ্রদেশীয় যুব দিবসের মূলসুর ছিল, “খ্রিস্ট জন্মজয়ন্তীতে যুবারাই আশার তীর্থযাত্রী এতে রাজশাহী ধর্মপ্রদেশের বিভিন্ন ধর্মপল্লী থেকে যুবক-যুবতী, ফাদার-সিস্টার, ভলেন্টিয়ার এনিমেটরসহ ২০০জন অংশগ্রহণ করেন।

এই যুব দিবসে উপস্থিত ছিলেন বরিশাল ধর্মপ্রদেশের বিশপ ইম্মানুয়েল কানন রোজারিও, রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারাণ্ডী, যুব কমিশনের যুব সমন্বয়কারী ফাদার শ্যামল জেমস গমেজ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন আভে মারীয়া গুল্টা ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার কার্লো বুজ্জি, ফাদার বাবলু কোড়াইয়া, কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক . আরোক টপ্য এবং বিগত সময়ে যুব কমিশনে সেবাদানকারী এনিমেটরগণ।

যুব দিবসের পবিত্র ক্রুশ স্থাপন এবং পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারাণ্ডী। তিনি তাঁর উপদেশ বাণীতে যুবদিবসের গুরুত্ব এর আধ্যাত্মিকতা সম্পর্কে সহভাগিতা করেন। যুব জীবন কেমন হওয়া উচিৎ সে সম্পর্কে তিনি আলোকপাত করে যুবদিবসের শুভ উদ্বোধন করেন।

বিশপ ইম্মানুয়েল কানন রোজারিও বলেন, “জুবিলীর অর্থ হলো মিলন-আশা-প্রেম; তিনের মধ্য দিয়েই জুবিলীর আসল রহস্য নিহিত।

আভে মারীয়া ধর্মপল্লী গুল্টাতে অনুষ্ঠিত হলো ধর্মপ্রদেশীয় যুব দিবস

রোমের যে যুব জুবিলী চলছে তারই ভাবধারা বজায় রেখে রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব কমিশন যে আয়োজন করেছে তা সত্যি সুন্দর একটি উদ্যোগ; লক্ষ লক্ষ যুবাদের মধ্যে রোমের জুবিলীর স্বাদ দেওয়ার লক্ষ্যে আয়োজনটি প্রশংসনীয়,” বলেন বিশপ রোজারিও।

তিনি আরো বলেন, “এশিয়ার বিশপ সম্মিলনীর যে যুব ডেক্স রয়েছে আমি বর্তমানে সেখানে বাংলাদেশের হয়ে দায়িত্বরত আছি; তাই আমাদের যুবাদের নিয়ে আমারও অনেক চিন্তা-ভাবনা রয়েছে; আশা করছি বাংলাদেশের যুবাদের জন্যও কাজ করতে পারবো।

ফাদার বাবলু কোড়াইয়া যুব দিবসের মূলসুরখ্রিস্ট জন্মজয়ন্তীতে যুবারা আশার তীর্থযাত্রীএই বিষয়ের ওপর আলোচনা করেন। শিক্ষা ক্ষেত্রে আমাদের যুবারা কিভাবে আরো উন্নতি করতে পারে এবং কোন কোন ক্ষেত্রে আমাদের খ্রিস্টান যুবক-যুবতীদের দুর্বলতা রয়েছে সে বিষয়ে রাজশাহী কারিতাস অঞ্চলের আঞ্চলিক পরিচালক . আরোক টপ্য আলোচনা করেন।

এছাড়াও যুবাদের নিয়ে মাতা মণ্ডলীর ভাবনা, ব্যক্তি সুরক্ষা, মাদকের ভয়াবহতা নৈতিক অবক্ষয়, কৃত্তিম বুদ্ধিমত্তার প্রভাব; ইন্টারনেটের সঠিক ব্যবহার নৈতিকতা, খ্রিস্টিয় উপাসনার ধারণা অংশগ্রহণ বৃদ্ধিতে আমাদের করণীয়, জীবনাহ্বান নির্ণয়ে দায়িত্ব-কর্তব্য বিষয়ে বিভিন্ন ব্যক্তিগণ আলোচনা করেন।

যুব জুবিলীর দ্বিতীয় পর্বে ছিল আনন্দর্যালী, জাতীয় পতাকা, যুব কমিশন জুবিলীর পতাকা উত্তোলন রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব দিবস ২০২৫ এর লগো উন্মোচন।

যুব দিবসে যুবক-যুবতীরা ধর্মপল্লীর বিভিন্ন গ্রামে একাধিক দিন অবস্থানের মধ্য দিয়ে নিজ জীবনের অভিজ্ঞতা অর্জন করে।

অংশগ্রহণকারী মারীয়া মুর্মু তার অনুভূতি ব্যক্ত করে বলেন, এই ধর্মপ্রদেশীয় যুব দিবসে অংশগ্রহণ করতে পেরে আমি অনেক আনন্দিত। অনেক বিষয়ে জ্ঞান অর্জন করেছি যা আমার জীবন গঠনের জন্য অনেক কাজে লাগবে। আমি যা শিখেছি তা আমার সহপাঠিদের সাথে সহোভাগিতা করব।

পরে ধর্মপ্রদেশীয় যুব ক্রুশ সাধু জন বস্কো ধর্মপল্লী লক্ষ্মীকোল যুবক-যুবতীদের নিকট হস্তান্তরের মধ্য দিয়ে ঘোষণা করা হয় যে, ২০২৬ খ্রিস্টাব্দে লক্ষ্মীকোল ধর্মপল্লীতে ধর্মপ্রদেশীয় যুবদিবস উদযাপিত হবে। - বেনেডিক্ট তুষার বিশ্বাস