নবাই বটতলা রক্ষাকারিণী মা মারীয়ার ধর্মপল্লীতে বাণীপাঠক ও বেদীসেবক পদ প্রতিষ্ঠা

গত ২৮ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, রক্ষাকারিণী মা-মারীয়ার ধর্মপল্লী নবাই বটতলাতে খ্রিস্টভক্তদের উপস্থিতিতে পবিত্র খ্রিস্টযাগের মধ্য দিয়ে ৮ জন প্রার্থীকে বাণীপাঠক ও ৬ জন প্রার্থীকে বেদীসেবক পদে প্রতিষ্ঠিত করা হয়।
পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন ফাদার বেলিসারিও সিরো মন্তোয়া এবং সহ-অপর্ণকারী হিসেবে উপস্থিত ছিলেন নবাই বটতলা ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার স্বপন মার্টিন পিউরিফিকেশন ও ফাদার লিংকন কস্তা।
ফাদার বেলিসারিও তাঁর উপদেশ বাণীতে বলেন, “মল্ডলীতে আপনাদের সকলের অবদান অনেক, আমি প্রত্যাশা করি আপনারা এইভাবে স্থানীয় মণ্ডলী গঠনে সর্বদা সক্রিয় ভূমিকা পালন করবেন।”
এছাড়াও পাল-পুরোহিত স্বপন মার্টিন পিউরিফিকেশ তাঁর বক্তব্যে বলেন, “নবাই বটতলা ধর্মপল্লীতে পূর্বে প্রতিষ্ঠিত বাণী-পাঠক ও বেদীসেবকগণ খুবই নিষ্ঠা ও অন্তরিকতার সাথে পুণ্য উপাসনায় সেবা প্রদান করে যাচ্ছেন।”
“তারই ধারাবাহিকতায় ও ধর্মপল্লীর খ্রিস্টভক্তদের আন্তরিক ইচ্ছায় নতুন করে দ্বিতীয় ধাপে আবারও ৮ জন বাণী-পাঠক ও ৬ জন বেদী-সেবক প্রতিষ্ঠা করা হয়েছে,” বলেন ফাদার স্বপন।

উক্ত এই পবিত্র অনুষ্ঠানকে ঘিরে খ্রিস্টভক্তদের মধ্যে বিপুল আনন্দ, উৎসাহ ও আধ্যত্মিক জাগরণ লক্ষ্য করা যায়, যার মধ্যে দিয়ে ধর্মপল্লীর প্রতিটি উপাসনা অনুষ্ঠান আরো সুন্দর, সাবলীল ও অর্থপুণ্য হয়ে উঠবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
নব প্রতিষ্ঠিত বেদীসেবক লাভলী মুর্মু তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, “আজ আমার জীবনের জন্য একটি অতি আনন্দের দিন, আমি প্রতিষ্ঠিত বেদী-সেবক হওয়ার মধ্যে দিয়ে আরো যোগ্যরূপে ঈশ্বরের সেবা করেতে পারবো।”
“আজ আমি সকলের কাছে প্রার্থনা ও আশীর্বাদ যাচনা করি যেন সবর্দা আমি নিষ্ঠার সাথে মণ্ডলীর সেবা করে যেতে পারি,” বলেন বেদীসেবক মুর্মু। - ফাদার লিংকন কস্তা