বনপাড়া সেন্ট যোসেফস প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো কলেজ শাখার দশম বর্ষপূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠান

সেন্ট যোসেফস স্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো কলেজ শাখার দশম বর্ষপূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠান

গত অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের অন্তর্গত বনপাড়া সেন্ট যোসেফস স্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো কলেজ শাখার দশম বর্ষপূর্তি পুনর্মিলনী অনুষ্ঠান।

এই পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল ধর্মপ্রদেশের বিশপ ইম্মানুয়েল কানন রোজারিও, বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস, স্কুল গভর্নিং বডির সভাপতি ফাদার দিলীপ এস. কস্তা, খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান এডভোকেট জন গমেজসহ আরো অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে বিশপ ইম্মানুয়েল কানন রোজারিও বলেন, “সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজ বড়াইগ্রামের বুকে 'থ্রি ইন ওয়ান' অর্থাৎ সেন্ট যোসেফস প্রাথমিক, মাধ্যমিক কলেজ শাখা একের ভেতর তিন হয়ে প্রতিনিয়ত দীপ্তি ছড়াচ্ছে; করছে শিক্ষা, শৃঙ্খলা মূল্যবোধের  আলোয় আলোকিত। সেই সাথে এলাকাবাসীর কাছে হয়ে উঠেছে একটি আস্থা ভরসার অন্যতম প্রতিষ্ঠান।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, “যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে তোমরা শিক্ষা লাভ করেছ সে শিক্ষা প্রতিষ্ঠানের বিপদে পাশে দাঁড়ানো এবং প্রতিষ্ঠানকে রক্ষা করার দায়িত্ব তোমাদের।

বনপাড়া সেন্ট যোসেফস কলেজ শাখার দশম বর্ষপূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠান

অনুষ্ঠানের সভাপতি . ফাদার শংকর ডমিনিক গমেজ তার বক্তব্যে কলেজ শাখার প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান পর্যন্ত অগ্রযাত্রায় অবদান রাখা প্রত্যেক শিক্ষক শিক্ষার্থীদ সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন পূর্বক বর্তমান প্রাক্তন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “শিখ সেবা করার মূল মন্ত্রে আমাদের সকলকে দীক্ষিত হয়ে জীবনের প্রতিটি অঙ্গণে নিজেকে একজন আদর্শ যোসেফাইট হিসেবে পরিচিত করতে হবে এবং সর্বদা জনকল্যাণকর কার্যে নিবেদিত হতে হবে।

একই সাথে তিনি প্রতিষ্ঠানের সার্বিক অগ্রযাত্রা অব্যাহ রাখতে সকলের নিঃস্বার্থ সহযোগিতা কামনা করেন।

বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব লায়লা জান্নাতুল ফেরদৌস তার বক্তব্যে সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজের শিক্ষাবান্ধব পরিবেশ সহশিক্ষা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন, “অত্র এলাকার জনসাধারণের মাঝে একাডেমিক মানবিক মূল্যবোধ জাগ্রতকরণে সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজের নাম স্বর্ণাক্ষরে খচিত।

তিনি আরো বলেন, শুধু শিক্ষা ক্ষত্রেই নয় বরং সহশিক্ষা কার্যক্রমেও এই প্রতিষ্ঠান অন্যান্য সামসময়িক প্রতিষ্ঠানের নিকট আদর্শ স্বরূপ। তিনি প্রতিষ্ঠানের সর্বাঙ্গিণ মঙ্গল সাফল্য কামনা করেন এবং সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।

পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রাক্তন শিক্ষার্থী তাঁর অনুভূতি ব্যক্ত করে  বলেন, “সেন্ট যোসেফস আমাদের নিকট বরাবরই আবেগ এবং ভালোবাসার যায়গা।

পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান অতিথি বিশপ ইম্মানুয়েল কানন রোজারিও

তবে আজ কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ফাদার লাজারুশ রোজারিওকে অনেক মিস করছি এবং একই সাথে আমি এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করছি,” বলেন প্রাক্তন শিক্ষার্থী।

অনুষ্ঠানের শুরুতেই নিমন্ত্রিত অতিথিদের দলীয় নৃত্য, ফুলেল শুভেচ্ছা, ব্যাচ উত্তরীয় পরিধান করানোর মাধ্যমে বরণ করে নেয়া হয়।

জাতীয় সংগীত, জাতীয় পতাকা উত্তোলন, প্রদীপ প্রজ্জ্বলন এবং ফেস্টুন উড়ানোর মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। এরপর পর্যায়ক্রমে নিমন্ত্রিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ জ্ঞানগর্ভ ব্যক্তব্য রাখেন।

শিক্ষার্থীর নৈতিক মূল্যবোধ, জ্ঞান, মেধা, প্রতিভা বিকাশের সর্বোৎকৃষ্ট স্থান বিদ্যাপীঠ। শিক্ষার্থীর মধ্যে মানসম্মত প্রকৃত শিক্ষার আলো প্রজ্জ্বলিত করতে শিক্ষা-বান্ধব পরিবেশ যেমন অপরিহার্য তেমনি শিক্ষণ শিখন-এর কলা-কৌশল, পদ্ধতির প্রয়োগের পারদর্শিতাও তেমনি অতি জরুরী। আর এই লক্ষ্যকে সামনে রেখেই পথ চলছে বনপাড়া সেন্ট যোসেফস কলেজ শাখা।

ইতালিয়ান মিশনারী ফাদাদের দ্বারা প্রতিষ্ঠিত বনপাড়া ধর্মপল্লীর সেন্ট যোসেফের স্কুল এন্ড কলেজ উত্তর বঙ্গের একটি সুপরিচিত বিদ্যাপিঠ। মিশনারী ফাদারগণ ভক্তবিশ্বাসী তথা সর্বস্তরের জনগণের সার্বিক উন্নয়নের কথা চিন্তা করে শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছিলেন।

১৯৪০ খ্রীষ্টাব্দে বনপাড়া ধর্মপল্লী প্রতিষ্ঠিত হয় এবং ধর্মপল্লী প্রতিষ্ঠার পূর্বে প্রাইমারী স্কুলের যাত্রা শুরু হয়েছিল। বনপাড়ার বনলোকে আলোকিত মানুষ গড়ার লক্ষে প্রাইমারী স্কুলটি পরবর্তীতে হাইস্কুলে এবং ২০১৫ খ্রীস্টাব্দে কলেজ শাখায় উন্নীত করা হয়। যে কলেজ শাখার আমরা আজ দশম বর্ষপূর্তি উদযাপন করছি।

পরিশেষে অনুষ্ঠানের দ্বিতীয় অংশে শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমন্ত্রিত ব্যান্ড দলের সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়। - অ্যান্থনি সজীব কুলেন্তুনু