পিডব্লিউপিএন’ র আয়োজনে অনুষ্ঠিত হলো ঢাকা শহর অঞ্চলের প্রতিনিধিদের নিয়ে বিশেষ সেমিনার

ঢাকার মোহাম্মদপুরে অনুষ্ঠিত হলো পিডব্লিউপিএন এর ঢাকা শহর অঞ্চলের প্রতিনিধিদের নিয়ে এক বিশেষ সেমিনার।
এ সেমিনারের মূলসুর ছিল “পবিত্র খ্রিষ্টযাগই জীবনের মূল ও আশার উৎস”। এতে ঢাকা শহর অঞ্চলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র খ্রিষ্টযাগ উৎসর্গ করেন বাংলাদেশ জেজুইট সংঘের সুপিরিয়র ফাদার রিপন রোজারিও, এসজে এবং তাঁকে সহযোগিতা করেন সেন্ট খ্রীষ্টিনা গির্জার পুরোহিত ফাদার কাজল পিউরীফিকেশন।
নয়টি ধর্মপল্লীর আগত প্রতিনিধিদের নিয়ে সেমিনারের উদ্বোধন করেন পিডব্লিউপিএন বাংলাদেশ-এর ডিরেক্টর ব্রাদার সুবল এল, রোজারিও, সিএসসি, সেমিনারের আহ্বায়ক সিস্টার কল্পনা কস্তা, সিএসসি এবং ফাদার রিপন রোজারিও, এসজে।
ব্রাদার সুবল রোজারিও, পিডব্লিউপিএন-এর ইতিহাস তুলে ধরেন বলেন, “পিডব্লিউপিএন হলো পোপের সাথে একান্ত হয়ে সারাবিশ্বের মানুষের জন্য প্রার্থনা করার এক মহা আন্দোলন। এ আন্দোলন শুরু হয়েছিল ১৮৪৪ সালে সুদূর ফ্রান্স দেশে এবং চলতি বছর সেখানে ১৮০ বছরের জুবিলি উদযাপন করা হয়।”

ব্রাদার আরও বলেন, “বাংলাদেশ পিডব্লিউপিএন-এর যাত্রা শুরু হয় ২০১৮ খ্রিষ্টাব্দে। প্রথমে দায়িত্বে ছিলেন ফাদার মিল্টন জে, রোজরিও। ২০২৩ সালে বাংলাদেশ বিশপ সম্মিলনী আমার কাছে এর দায়িত্ব হস্তান্তর করেন। বর্তমানে ৯০টি দেশ পিডব্লিউপিএন-এর সদস্য। বাংলাদেশ এর সর্বশেষ সদস্য দেশ।”
সেমিনারে প্রার্থনার গুরুত্ব তুলে ধরে ফাদার রিপন বলেন, “গভীর বিশ্বাস ও ভক্তি নিয়ে আমাদের প্রতিদিন প্রার্থনা করতে হবে।” এসময় তিনি বিশ্বাসপূর্ণ প্রার্থনার কিছু বাস্তব উদাহরণ তুলে ধরেন।”
তিনি বলেন, “পবিত্র খ্রিষ্টযাগে দেহ, মন ও আত্মা পরিশুদ্ধ হয়। আর খ্রিষ্টপ্রসাদ গ্রহণ হলো খ্রিষ্টভক্তদের জন্য সবচেয়ে বড় প্রার্থনা।” - দিলীপ ভিনসেন্ট গমেজ