কলকাতার চিঠি
কলকাতার চিঠি
আমরা উৎসবের দিনগুলো যতটা সম্ভব আনন্দে ভরিয়ে তোলার চেষ্টা করি নতুন জামা কাপড়, ভালো মন্দ খাওয়া দাওয়ার, আত্মীয় পরিজনদের বাড়িতে যাওয়া এবং সৌজন্য উপহার বিনিময়ের মধ্য দিয়ে।
তবে, এছাড়াও এই উৎসবের দিনগুলো আরও স্মৃতিমুখর ক'রে রাখা যায়, কিছু ভালো কাজের মধ্যে দিয়ে। ঠিক যেমন কলকাতার প্রভু যীশুর গির্জার খ্রিস্টীয় জীবন সংঘের সদস্যরা করলেন।
আসুন আজকের কলকাতার চিঠির আসরে সেই আনন্দ উৎসবের কিছু অংশ দেখব।