কলকাতার ফাতেমা গির্জাতে দুস্থ ভাই-বোনেদের জন্য স্বাস্থ্য শিবিরের আয়োজন

কলকাতার ফাতেমা গির্জাতে দুস্থ ভাই-বোনেদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে

গত ১৬ ই মার্চ ২০২৫ খ্রিস্টাব্দে, কলকাতার ফাতেমা গির্জাতে তপস্যা কালের এই বিশেষ মুহূর্তে স্থানীয় দুস্থ ভাই-বোনেদের জন্য স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়

ধর্মপল্লীর পালক পুরোহিত ফাদার সতীশ মাখাল, ভিনসেন্ট দি পল সোসাইটির সদস্যবৃন্দ এবং অ্যাপোল ক্লিনিকের সহায়তায় এই বিশেষ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় যেখানে ধর্মপল্লীবাসী এবং সাধারণ দুস্থ ভাইবোনেদের জন্য রুটিন স্বাস্থ্য পরীক্ষা, রক্তচাপ পরীক্ষা, ওজন এবং রক্তে শর্করা পরীক্ষা করানো হয়

এই স্বাস্থ্য শিবির আয়োজনের মূল উদ্দেশ্য ছিল তপস্যাকালে দুস্থ ভাই বোনেদের সেবা করার মধ্যে দিয়ে যথার্থ অর্থে তপস্যকাল পালন করা তথা ২০২৫ জুবলি বর্ষের তাৎপর্যকে সাফল্যমন্ডিত করে তোলা

ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার সতীশ মাখাল বলেন এই সেবা দানের মধ্যে দিয়ে আমরা যেন আমাদের দুস্থ ভাই বোনেদের সেবা করার মধ্যে দিয়ে ঈশ্বরকে উপলব্ধি করতে পারি তথা এই জুবলি বছরের যাত্রাকে সফল করে তুলতে পারি সেটাই আমাদের একান্ত ইচ্ছা

উক্ত এই স্বাস্থ্য শিবিরে ৭৮ জন বৃদ্ধ থেকে তরুণ তরুণীদের সেবা প্রদান করা হয়

প্রতিবেদন - জন নাইয়ার

অনুলেখন তেরেসা রোজারিও