প্রভু যীশুর গির্জার সি এল সি সদস্যদের তপস্যাকালীন অনুধ্যান প্রার্থনা

প্রভু যীশুর গির্জার সি এল সি সদস্যদের তপস্যাকালীন অনুধ্যান প্রার্থনা
বিগত ২৩ শে মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ কলকাতার প্রভু যীশুর গির্জার খ্রিস্টীয় জীবন সংঘের সদস্যরা তপস্যাকালীন অনুধ্যান প্রার্থনার আয়োজন করে। 

সমগ্র এই অনুধ্যান প্রার্থনা পরিচালনায় ছিলেন খ্রিস্টীয় জীবন সংঘের বর্ষিয়ান সদস্যা মলিনা ভিনসেন্ট এবং সভাপতি রতন গোমেজ। 

এই অনুধ্যান প্রার্থনার বিষয়বস্তু ছিল “আমাদের জীবনে প্রার্থনার গুরুত্ব”। 

গল্পের মধ্যে দিয়ে বোঝানো হয় যে, ঈশ্বর প্রতি মুহূর্তে আমাদের সাথে রয়েছেন। তাই ছোট বড় যে কোন অপরাধই আমরা করি না কেন ঈশ্বরের দৃষ্টি থেকে তা কখনো এড়ানো সম্ভব নয়। 

এই অনুধ্যান প্রার্থনায় কিভাবে আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটি কাজের মধ্যে দিয়ে ঈশ্বরকে স্মরণ করতে পারি এবং আমাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হৃদয়ের ঈশ্বরের কাছে গিয়ে ক্ষমা চাইতে পারি এবং সর্বোপরি এই তপস্যাকালে নিজেদের হৃদয়কে প্রস্তুত করতে পারি এই বিষয়গুলির ওপর গুরুত্ব দেওয়া হয়।

দলগতভাবে আত্ম সমীক্ষার পর প্রত্যেকে নিজের নিজের ব্যক্তিগত অভিমত ব্যক্ত করেন এবং বাস্তবিক জীবনে তারা কিভাবে নানা প্রতিকূলতার মধ্যেও ঈশ্বরের উপস্থিতি অনুভব করেছেন তা সাক্ষ্য প্রদান করেন। 

সবশেষে পবিত্র খ্রিস্ট যাগের মধ্যে দিয়ে উক্ত এই তপস্যাকালীন অনুধ্যান প্রার্থনা সমাপ্ত হয়।
প্রতিবেদন তেরেসা রোজারিও