সংবাদ বনানী পবিত্র আত্মা উচ্চ সেমিনারীতে অনুষ্ঠিত হলো ডিকন অভিষেক অনুষ্ঠান তোমরা সেবা পেতে নয় বরং সেবা করতে এসেছ সেই কথা তোমরা সবসময় মনে রাখবে। তোমাদের কাজ হবে মন্ডলীর হয়ে মঙ্গলবাণী ঘোষণা করা, প্রার্থনা করা নিজেদের জন্য এবং ঐশজনগণের জন্য; যাতে ঈশ্বরের সাথে ও তাঁর সান্নিধ্যে তোমরা বাস করতে পারো।