গত ১৪-১৭ নভেম্বর ২০২৪ খ্রি: নাগরী সাধু নিকোলাসের ধর্মপল্লীতে ঢাকা মহাধর্মপ্রশেীয় যুব দিবস উৎযাপিত হয়। এ বছরের যুব দিবসের মূলসুর ছিল “আশায় আনন্দিত হও।”
বিশ্ব দরিদ্র দিবস” উপলক্ষ্যে পুন্যপিতা পোপ ফ্রান্সিস ভাটিকানের রোমের ৬ষ্ঠ পল অডিয়েন্স হলে ভাটিকানের রোমে অবস্থিত ১৩০০ ( এক হাজার তিনশত) জন দরিদ্রদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন।