আগামী সেপ্টেম্বর মাসে ইন্দোনেশিয়ায় পূন্যপিতা পোপ ফ্রান্সিসের সফর
আগামী ৩ থেকে ৬ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ পযর্ন্ত ইন্দোনেশিয়ায় সফর করবেন পূন্যপিতা পোপ ফ্রান্সিস।
ইন্দোনেশিয়ায় আসন্ন পোপীয় সফরকে কেন্দ্র করে স্থানীয় কর্মকর্তাগণ তাদের সকল পরিকল্পনা নিশ্চিত করেছেন ।
এছাড়া ও জাকার্তা গ্লোবের এক প্রতিবেদনে পোপ ফ্রান্সিসের আগমন উপলক্ষকে কেন্দ্র করে তাদের সকল আয়োজন সার্থক হবে বলে জোরালো ভাবে ব্যক্ত করেছেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত মাইকেল ট্রায়াস । তিনি পোপ ফ্রান্সিসের নিরাপদ ভ্রমনের জন্য সকলের কাছে বিশেষ প্রার্থনার আহব্বান করছেন।
উল্লেখ্য যে পোপ ফ্রান্সিসের এ সফরটি হবে ইন্দোনেশিয়ায় তৃতীয় পোপীয় সফর। বিগত ১৯৭০ খ্রিষ্টাব্দে পোপ ষষ্ঠ পল এবং ১০৮৯ খ্রিষ্টাব্দে পোপ দ্বিতীয় জন পল এর সফরের পর, ইন্দোনেশিয়া এবং ভ্যাটিকানের মধ্যে দীর্ঘস্থায়ী সম্পর্কের সেতু বন্ধন গড়ে উঠে।
ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত আরো ব্যক্ত করেন যে, পোপের সাথে বেশ কয়েকজন সাংবাদিক সফর যাত্রী হিসেবে তার সঙ্গী হবেন । তাদের ভিসা সহায়তার প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য দূতাবাস যথাসাধ্য কাজ করে যাচ্ছে।
পোপ ফ্রান্সিসের সফরের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো শুধু মাত্র ক্যাথলিক সম্প্রদায়ের সাথেই নয় বরং অন্যান্য ধর্মের ইন্দোনেশিয়ানদের সাথেও যুক্ত হওয়ার একান্ত অভিলাষ ।
এ সফরকে কেন্দ্র করে ইন্দোনেশিয়ান সরকার এবং বিশপস কনফারেন্স অফ ইন্দোনেশিয়া এই প্রস্তুতিতে সক্রিয়ভাবে জড়িত বলে জানা যায়।
জাকার্তায় পৌঁছানোর পরের দিন, রাষ্ট্রপতি জোকো পূন্যপিতাকে আনুষ্ঠানিকভাবে তাকে স্বাগত জানাবেন।
এই সফর উপলক্ষ্যে ইন্দোনেশিয়া জুড়ে ক্যাথলিক গীর্জাগুলিতে ৫ সেপ্টেম্বর নির্ধারিত সময়ে সেন্ট্রাল জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে সকলকে একত্রিত হওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। এই স্টেডিয়ামে প্রায় ৭০,০০০ জন খ্রিষ্টভক্ত উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
সফরের সময় পোপ ফ্রান্সিস জাকার্তার ক্যাথিড্রাল এবং ইস্তিকলাল মসজিদ, ইন্দোনেশিয়ার বৃহত্তম মসজিদ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম মসজিদ সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে তিনি তার বক্তব্য রাখবেন। - আরভিএ সংবাদ