পোপ ফ্রান্সিস বলেন আগমন কাল আমাদের আরও গভীরভাবে ঈশ্বরকে জানার সুযোগ করে দেয়

পোপ ফ্রান্সিস আগমনকালের তৃতীয় রবিবার মধ্যাহ্ন দূত সংবাদ প্রার্থনা চলাকালীন সময়ে আগত তীর্থযাত্রীদের স্বাগত জানান যারা তাদের সন্তানদের নিয়ে সেখানে উপস্থিত হয়েছিলেন শিশু যীশুর মূর্তি আশীর্বাদ করার জন্য পঞ্চাশ বছরের পুরনো এই রীতি পোপ পল ষষ্ঠ শুরু করেছিলেন

এই পৈরতিক আশীর্বাদ প্রদান করার সময় পোপ ফ্রান্সিস তাঁর উপদেশে বলেন আমরা যখন মঙ্গল সমাচারে দেখি যে সাধু যোহন কারাগারে থাকাকালীন সময়ে তাঁর শিষ্যদের পাঠিয়েছিলেন জানার জন্য যে যীশু কি সত্যিই সেই মসীহ যার আসার কথা আছে!

আবার, তিনি ই আমাদের শিখিয়েছেন যে যীশুই হলেন প্রকৃত খ্রিস্ট যার আসার কথা এবং যার ছোঁয়ায় বহু অসুস্থ মানুষ সুস্থতা লাভ করেছেন।“

প্রবক্তারা যেমন ভবিষ্যৎবাণী করেছিলেন সেই মতো তিনি তাঁর করুণার মধ্য দিয়ে  অসুস্থদের সুস্থ করেছিলেন, অন্ধকে দৃষ্টি শক্তি দান করেছিলেন, মৃত ব্যক্তিকে জীবন দান করেছিলেন এবং গরীবদের কাছে সুসমাচার প্রচার করেছিলেন।“

তিনি আরও বলেন যে, আজকের মঙ্গল সমাচারের একটি প্রতীকি রূপ আমরা কল্পনা করতে পারি যে, কারাগারে থাকাকালীন অবস্থায় সাধু যোসেফ অন্ধকারময় এবং প্রতিবন্ধকতার মধ্যে নিমজ্জিত ছিলেন আর সেই জন্যই তিনি তার শিষ্যদের পাঠিয়েছিলেন

আবার অন্যদিকে আমরা দেখি যে সাধু যোহন যীশুকে জর্ডান নদীতে বাপ্তিস্ম দিলেন এবং তাঁর শিষ্যদের বললেন ইনিই হলেন ঈশ্বরের মেষশাবক।

এর থেকে আমরা এই শিক্ষা পেতে পারি যে সবথেকে বড় বিশ্বাসীও সন্দেহের গহব্বরে নিমজ্জিত হতে পারে

তবে এটি খারাপ নয়, কারণ কখন কখন এই সন্দেহ আমাদের আধ্যাত্মিক চেতনা বৃদ্ধির জন্য অপরিহার্য: এটি আমাদের বুঝতে সাহায্য করে যে আমরা যা কল্পনা করি ঈশ্বর তারও কল্পনাতীত।“

 

পুণ্যপিতা বলেন  এই আগমন কালে শিশু যীশুর জন্ম গাঁথা যখন আমরা প্রদর্শন করি তার মধ্যে দিয়ে আমরা আমাদের ঈশ্বরকে জানতে পারি  এটি এমন একটি সময় যেখানে আমরা নিজেদের জন্য উপহার দেওয়ার কথা চিন্তা করার পরিবর্তে, দুঃখার্তদের সান্ত্বনা দেওয়ার কথা ভাবি ঠিক যেমনটা যীশু নিজে করেছিলেন  অন্ধ, বধির এবং খোঁড়াদের জন্য "

তিনি সকলকে স্বাগত জানিয়ে বলেন আসুন আমরা পৃথিবীর সকল শিশুদের জন্য প্রার্থনা করি যেন তারা যীশুর সেই শান্তিধারা লাভ করতে পারেন বিশেষ করে যারা যুদ্ধের ভয়াবহতা এবং অন্ধকারময় দিনগুলি যাপন করতে বাধ্য হয়েছেন ইউক্রেনের সেই বিধ্বংসী যুদ্ধ অনেকের জীবন কেড়ে নিয়েছে, এমনকি তাদের মধ্যে অনেক শিশুর জীবনও নষ্ট হয়েছে