পোপ ফ্রান্সিসের বাণী

পোপ ফ্রান্সিসের বাণী
খ্রীষ্ট যীশুর দেহ উৎসব পর্বের দিন পোপ ফ্রান্সিস তাঁর সান্ধ্যকালীন প্রার্থনার সময়, ইউক্রেন, ফিলিস্তিন, ইসরায়েল এবং মিয়ানমারের নেতাদের শান্তির আহ্বান জানান। তিনি বলেন, "খ্রিষ্টানদের হতে হবে, খ্রীষ্টপ্রসাদের মতো, অন্যের জন্য নিজের জীবন দান করা।”
আসুন আমরা পুণ্য পিতার বাণী অনুসারে নিজেদেরকে খ্রিস্টপ্রসাদ স্বরূপ তৈরি করি এবং অন্যদের জন্য নিজেদেরকে উজার করে দিতে প্রস্তুত থাকি।

সমগ্র অনুষ্ঠানটি পরিবেশনা, পরিচালনা ও প্রযোজনায় আপনাদের সাথে রয়েছি আমি তেরেজা রোজারিও। ঈশ্বরের আশীর্বাদ আপনাদের প্রত্যেকের উপর  নিত্য  বর্ষিত হোক।