কারিতাস সিলেট অঞ্চলের সহায়তায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

কারিতাস সিলেট অঞ্চলের লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নে চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য দ্রব্য সামগ্রী বিতরণ (ছবি: কারিতাস সিলেট অঞ্চল)

গত ৩ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ,  কারিতাস সিলেট অঞ্চলের লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নে চলমান বন্যায় চরমভাবে ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে। 

খাদ্য দ্রব্য সামগ্রীর বিতরণের মধ্যে ছিলো ২কেজি চাল, ১কেজি মুড়ি, ১কেজি গুড়, ২লিটার পানি, ১টি আগুন জ্বালানো দেশসেলাইট, ৫ প্যাকেট মোমবাতি এবং ২ প্যাকেট স্যালাইন ।  

এই দ্রব্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়ন উপজেলার চেয়ারম্যান মোঃ তমিজ উদ্দিন, কানাইঘাটের উপ- সহকারী কৃষি কর্র্মকতা আরজু মিয়া এবং কারিতাস সিলেট অঞ্চলের আঞ্চলিক পরিচালক বনিফেস খোংলাসহ বেশ কয়েকজন বিশেষ ব্যক্তিত্ত্ব উপস্থিত ছিলেন। এছাড়া  ও  উপস্থিত ছিলেন  ইউনিয়ন পরিষদের সদস্য ও কারিতাস সিলেট অঞ্চলের কর্মচারীবৃন্দ।

লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়ন উপজেলার চেয়ারম্যান মোঃ তাজউদ্দিন কারিতাস সিলেট অঞ্চলকে তাদের এই দুর্যোগপূর্ন সময়ে সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই কষ্টের সময়ে  বন্যাকবলিত পরিবারগুলোর পাশে এসে দাড়ানোর জন্য কারিতাসের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

তিনি আরো বলেন,  “এই ঝুকিপূর্ণ  সময়ে কারিতাস অনতিবিলম্বে  সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তার জন্য আমি কারিতাস সিলেটের কাছে অত্যন্ত কৃতজ্ঞ।”

লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নে চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ

সিলেট অঞ্চলের আঞ্চলিক পরিচালক বনিফেস খোংলা বন্যার্তদের প্রতি সহানুভুতি প্রকাশ করে বলেন, “আমরা দীর্ঘদিন ধরেই  কানাইঘাটের জনগণের  সাথে বিভিন্ন  প্রকল্পের মধ্য দিয়ে তাদের সাথে আছি এবং তাদেও সাথে কাজ করে যাচ্ছি এবং বিশেষ সংকটের সময়ও আমরা আপনাদের পাশে থাকবো।”

কারিতাস সিলেট  অঞ্চলের এ উদ্যোগটি প্রাকৃতিক দুর্যোগে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত সম্প্রদায়গুলিতে খাদ্যদ্রব্য বিতরণ  ও হতদরিদ্রদের সেবায় এগিয়ে আসে। এই দুর্যোগকালীন সময়ে এই ত্রান সামগ্রী গ্রহণ করে দুর্যোগ পরবর্তীকালীন সময়ে ও অনেকে স্বস্তিতে থাকবে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্ট দপ্তরগুলো বলছে সিলেটে টানা বন্যায় সার্বিকভাবে অন্তত ১৫ শ’ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে বন্যা পরিস্থিতির পুরোপুরি উন্নতি না হলে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে না।

বন্যা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনের দেওয়া সর্বশেষ তথ্যের ভিত্তিতে জানা গেছে গত রবিবার অর্থাৎ ৭ জুলাই দুপুর পর্যন্ত সিলেটে ৫ লাখ ৭৪ হাজার মানুষ পানিবন্দী। বর্তমানে জেলার ১ হাজার ১১৬টি গ্রাম প্লাবিত। আশ্রয়কেন্দ্রে আছেন ৯ হাজার ৮৩৪ জন। - আরভিএ সংবাদ