কলকাতার অ্যালেন পার্কে বড়দিন উৎসবের শুভ উদ্বোধন
সামনেই বড়দিন। সারা বিশ্বজুড়ে চলছে তার নানান প্রস্তুতি। উৎসবের দামামা বেজে উঠেছে সকল ধর্মপল্লীতে। আলোক মালায় সেজে উঠেছে নগরের রাজপথ,গির্জা ও বাড়ি-ঘর ঘর। তার পাশাপাশি চলছে গোশালা উদ্বোধন।
গত ১৯ ডিসেম্বর ২০২৪,কলকাতার পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে কলকাতা ক্রিসমাস বা বড়দিন উৎসবের মহাসমারোহে শুভ সূচনা হল। ফিতে কেটে ক্রীব তথা পবিত্র গোশালা উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এরপর প্রার্থনা গোশালা আশীর্বাদ শেষ হলে সকলে মঞ্চের দিকে অগ্রসর হন।
এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার আর্চবিশপ থমাস ডি'সুজা, চার্চ অফ নর্থ ইন্ডিয়ার রাইট রেভঃ বিশপ ক্যানিং,মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি,কলকাতার নগরপাল জনাব ফিরহাদ হাকিম,কেন্দ্রীয়মন্ত্রী ডেরেক ও'ব্রায়েন,সংগীত শিল্পী ইন্দ্রনীল সেন, পশ্চিমবাংলাা আই.এ.এস. চীফ সেক্ শ্রী মনোজ পান্থ,ও টুরিজম ডিপার্টমেন্টের ওগৃহ মন্ত্রণালয়ের শ্রীমতী নন্দিনী চক্রবর্তী ,কলকাতা পুলিশের মনোজ কুমার ভার্মা ও ও শ্রী ধবল জৈন, রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের কনসুলেটর ও বহু বিশিষ্ট অতিথিবর্গ।
মঞ্চে অগ্নি প্রজ্জ্বোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর কলকাতার আর্চবিশপ থমাস ডি'সুজা উদ্বোধনী ভাষণে বলেন,"ঈশ্বর তাঁর একমাত্র পুত্রকে আমাদের কাছে পাঠিয়েছেন কারণ তিনি আমাদের ভালবাসেন। বড়দিন হল ঈশ্বরের ভালবাসা, অনুগ্রহ উপলব্ধি করার দিন।“
রেভাঃ বিশপ পরিতোষ ক্যানিং বলেন,"ঈশ্বর সব সময় আমাদের কৃপা করেন। যে কোন সমস্যায়, আমরা যদি বিশ্বাস নিয়ে তাঁর কাছে আসি,তিনি কখনই আমাদের নিরাশ করবেন না।"
মাননীয় মুখ্যমন্ত্রী বলেন," বাংলার মানুষ সকল ধর্মের প্রতি শ্রদ্ধা দেখায় ।সবার উৎসবের আনন্দ ভাগ করে নেয়।"
বড়দিন রাতে তিনি উপাসনালয়ে যোগদিতে পেরে নিজেকে ধন্য মনে করেন। "বড়দিন মানে শান্তি,প্রেম ও ভালোবাসা। তাই এই উৎসবের আনন্দ যেন আমরা উপভোগ করি"। সব শেষে তিনি বড়দিন নিয়ে লেখা তার গান ইন্দ্রনীল সেনকে চালাতে বলেন ও নিজেও গুন গুন করে গাইতে থাকেন।
কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য ডেরেক ও'ব্রায়েন বলেন, শুধু অ্যালেন পার্ক নয় একই সঙ্গে দার্জিলিঙ কালিংপং, ব্যান্ডেল, চুঁচুড়া, চন্দননগর, নদীয়া, মালদা থেকে শুরু করে বাংলার বিভিন্ন প্রান্তে এই উৎসবের আয়োজন করে তিনি সংখ্যালঘুদের প্রতি তাঁর সমর্থন প্রকাশ করেছেন"।
জনাব ফিরহাদ হাকিম শান্তিপূর্ণ ভাবে সকলকে বড়দিন উৎসব পালনের আহ্বান জানান। প্রতিবেদন – চন্দনা রোজারিও।