কক্সবাজারে অনুষ্ঠিত হল কাক্কো’র ৬ষ্ঠ ওপেন ফোরাম এবং ১৪তম বার্ষিক সাধারণ সভা

কক্সবাজার হোটেল সী প্যালেসে অনুষ্ঠিত হলো কাক্কো’র ৬ষ্ঠ ওপেন ফোরাম এবং ১৪তম বার্ষিক সাধারণ সভা

গত ২০ থেকে ২৩ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ, দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রিস্টান কো-অপারেটিভস্ (কাক্কো) লিমিটেড এর ৬ষ্ঠ ওপেন ফোরাম এবং ১৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো কক্সবাজার হোটেল সী প্যালেসে।

এই অনুষ্ঠানের মূলসুর ছিল, “উদ্ভাবন, প্রচেষ্টা উৎকর্ষতার মাধ্যমে সমৃদ্ধ জীবনের জন্য সমবায় এতে সমগ্র বাংলাদেশের ১৩০জন সমবায় নেতৃবৃন্দের সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

সমবায়ের বৈশ্বিক পরিস্থিতি, বাংলাদেশের প্রেক্ষাপটে সমবায়ের সর্বশেষ প্রবণতা, চ্যালেঞ্জ সুযোগসমূহ, আর্থসামাজিক চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় সমবায় সমিতির ভূমিকা, সমবায়ে এসএমই মাইক্রো ক্রেডিট অন্তর্ভূক্তিকরণ, সদস্যদেরকে উৎপাদনে সম্পৃক্তকরণ, জলবায়ু সুরক্ষায় করণীয়সমূহ, সকল বয়সের জনগোষ্ঠী বিশেষ করে যুব, নারী বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সমিতির সাথে যুক্ত করার কৌশলসমূহ, সমবায়ের নেতৃত্ব নির্বাচনে আকুফিট এন্ড প্রপারপলিসি উপস্থাপন এবং প্রফেশনালদের উন্নয়নে চ্যালেঞ্জ সম্ভাবনাসমূহ বিষয়ে নান্দনিক উপস্থাপনা বস্তুনিষ্ঠ আলোচনা করা হয়।

ফোরামে আকু  সিইও মিস্ এলিনেটা ভি. সানরেক সমবায়ের বৈশ্বিক পরিস্থিতি আন্তর্জাতিক সমবায় দিবস উদযাপন এর তাৎপর্য নিয়ে বিশ্লেষণধর্মী ভিডিও উপস্থাপনা প্রদান করেন। তিন দিনের এই ফোরামে বিষয়ভিত্তিক আলোচনার পাশাপাশি ২টি সমবায় সমিতিতে এক্সপোজার প্রোগ্রাম, প্রকৃতির সৌন্দর্য অবলোকন নিজেদের মধ্যে শেয়ারিংয়ের মাধ্যমে জ্ঞান অর্জনের একটি অনন্য সুযোগ তৈরী করেছে।

কাক্কো’র ৬ষ্ঠ ওপেন ফোরাম এবং ১৪তম বার্ষিক সাধারণ সভা

ফোরাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহাধর্মপ্রদেশের আর্চবিশপ সুব্রত হাওলাদার। তিনি বাইবেলের আলোকে সমবায় সমিতির পরিচালনা এবং সুশাসন সম্পর্কে সহভাগিতা করেন। সমবায় সমিতিসমূহে সদস্যদের কষ্টার্জিত অর্থের সবোর্চ্চ সুরক্ষা সদ্ব্যবহারের মাধ্যমে তা অধিকগুণে বাড়িয়ে তোলার লক্ষ্যে কাজ করার জন্য নেতৃবৃন্দকে আহ্বান জানান।

তিনি ক্রেডিট ইউনিয়নের মাধ্যমে নিম্ন আয়ের মানুষদের ভাগ্য পরিবর্তন এর সদস্যদের আর্থিক সুরক্ষায় ক্রেডিট ইউনয়নের ভূমিকা ব্যাখ্যা করেন এবং কাক্কো কার্যক্রম এর সুফল চট্টগ্রামের সকল খ্রীষ্টান সমিতিতে পৌঁছে দিতে সার্বিক সহায়তার আশ্বাস প্রদান করেন।

মূল আলোচনার পাশাপাশি ফোরামের উদ্বোধনী অংশে সমিতি কর্তৃক পরিচালিত বিভিন্ন কার্যক্রম মূল্যায়ন নির্ধারিত কিছু সূচকের ভিত্তিতে সদস্য সমবায় সমিতির মধ্য হতে ৪টি সমবায় সমিতিকে স্বীকৃতি প্রদান করা হয়। সেই সাথে ১ম বারের মতো সমবায় সমিতিতে অসামান্য অবদান দৃঢ় নেতৃত্ব প্রদানের স্বীকৃতি স্বরূপ একজন শ্রেষ্ঠ সমবায়ী ব্যক্তিত্ব পুরষ্কার প্রদান করা হয়।

ফোরামের শেষ অংশে অংশগ্রহণকারী নেতৃবৃন্দের সম্মিলিত সম্মতিতে এবং সিলেট ঘোষণাপত্র হিসেবে পরিচিত ৫ম ওপেন ফোরাম ঘোষণাপত্র, এসডিজি, বর্তমান প্রেক্ষাপট আকু কর্তৃক গৃহীত ব্যাংকক ঘোষণাপত্র পর্যালোচনার মাধ্যমে ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য নিয়ে ৬ষ্ঠ ওপেন ফোরাম ঘোষণাপত্র নির্ধারণ করা হয়। গৃহীত ঘোষণাপত্রের মূল আলোচ্য বিষয় নিম্নরূপ :

হোটেল সী প্যালেসে অনুষ্ঠিত হলো কাক্কো’র ৬ষ্ঠ ওপেন ফোরাম এবং ১৪তম বার্ষিক সাধারণ সভা

.            টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে সকল সদস্য সমিতিতে পেশাদারিত্ব প্রবর্তন করা হবে। 

.           সরকারের সাথে সমবায় সমিতির স্বার্থ রক্ষায় সমবায় বান্ধব আইন প্রণয়ণে অধিকতর যোগাযোগ রক্ষা করা, প্রয়োজনে লবিষ্ট নিয়োগ করা।

.           ব্যবস্থাপনা পরিষদে নূন্যতম ৩০% যুব নারী নেতৃত্ব বৃদ্ধি করা।

.           মাস অন্তর অন্তর সমিতিসমূহের পার্লস্ (চঊঅজখঝ) গোল্ড (এঙখউ) রিপোর্ট কাক্কো কার্যালয়ে প্রেরণ করা।

.           খ্রীষ্টিয় আদর্শ মূল্যবোধ ধারণ করা এবং সমিতিকে ঐক্যবদ্ধ করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা।

.           কাক্কো লিঃ এর মাধ্যমে সমন্বিতভাবে বৃহত্তর গ্রীণ বিনিয়োগ সুযোগ সৃষ্টি করা।

.           পরিবেশ বান্ধব উৎপাদনমুখী সমবায় উৎসাহিত করা প্রমোশন করা।

.           আর্থিক উন্নয়নের পাশাপাশি সমন্বিত মানবিক টেকসই উন্নয়নে কাজ করা।

.           সকল সদস্য সমবায় সমিতিতে ডিজিটাল ব্যবস্থা নিশ্চিতকরণ এবং একই ধরণের আইসিটি সফট্ওয়্যার গ্রহণ করা।

১০.         শ্রেষ্ঠ সমবায় সমিতি শ্রেষ্ঠ সমবায়ী মনোনয়নের জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা।

১১.         কাক্কো সদস্য সমিতিগুলোতে আমানত সংগ্রহ ঋণ বিনিয়োগে একই ধরণের সুদ পলিসি নির্ধারণ করা।

১২.         কাক্কোসহ সদস্য সমিতিসমূহের নেতৃত্ব নির্বাচনেফিট এন্ড প্রপারপলিসি অনুসরণ করা।

১৩.         সমবায় বর্ষ ২০২৫ (মূলসুরউন্নত বিশ্ব নির্মাণে সমবায়’) এর যথাযথ প্রতিপালনে ঐক্যবদ্ধভাবে কর্মসূচী বাস্তবায়ন করা।

১৪.         সমিতির প্রধান নির্বাহী কর্মকর্তাদের সমন্বয়ে সিইও ফোরাম গঠন করা।

১৫.        সকল সমবায় সমিতিতে ডিজিটাল ব্যবস্থা নিশ্চিতকরণ, ডিজিটাল মিডিয়া ব্যবহার এবং মার্কেটিং করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।

১৬.        সমবায় সমিতি আইন বিধি মোতাবেক বাজারমূল্যে সমিতির শেয়ার ভ্যালু নির্ধারণ এবং ক্রয়-বিক্রয় করা।

কাক্কো চেয়ারম্যান মিঃ পংকজ গিলবার্ট কস্তা সভাপতিত্বে ২১ মার্চ সন্ধ্যা :০০ ঘটিকায় ১৪তম বার্ষিক সাধারণ সভা আরম্ভ হয়। সদস্য সমিতির ৩৮ জন ডেলিগেট ৪০ জন অবজারভার এতে অংশগ্রহণ করেন।

আলোচ্যসূচী মোতাবেক কাক্কো লিঃ-এর ২০২৩-২০২৪ অর্থবছরের বিভিন্ন অর্জন, চলমান কার্যক্রমসমূহ এবং ভবিষ্যৎ পরিকল্পনা বার্ষিক সাধারণ সভায় উপস্থাপন করা হয়। কাক্কো এবছরের সম্পদ-পরিসম্পদ বৃদ্ধি পেয়েছে ৩০% এবং লভ্যাংশ প্রদান করা হয়েছে ১৩.৬৫%

অর্জনে উপস্থিত ডেলিগেটবৃন্দ কাক্কো নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপনসহ ভূয়শী প্রশংসা করেন। - শরৎ আলফন্স রড্রিক্স, সিনিয়র অফিসার, আইসিটি (টিম লিডার)