নবাই বটতলা ধর্মপল্লীতে অনুষ্ঠিত হল ক্রেডিট ইউনিয়নের ৫ম বার্ষিক সাধারণ সভা
গত ২৫ মে ২০২৪ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের নবাই বটতলা ক্রেডিট ইউনিয়নের পরিচালনা পরিষদের উদ্যোগে ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো ক্রেডিট ইউনিয়নের ৫ম বার্ষিক সাধারণ সভা।
এই বার্ষিক সাধারণ সভার মূলসুর ছিল, “এসো সঞ্চয় করি, সুখী জীবন গড়ি”। এতে ধর্মপল্লী থেকে আগত প্রায় ৩০০ জন সদস-সদস্যা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফাদার স্বপন মার্টিন পিউরীফিকেশন, উক্ত ক্রেডিট ইউনিয়নের প্রধান উপদেষ্ঠা ও নবাই বটতলা ধর্মপল্লীর পালক পুরোহিত। এছাড়াও ১নং দেওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো: মামুন অর রশিদ (বাবু), ওয়াল্ড ভিশন গোদাগাড়ী এডিপির ম্যানাজার মিসেস প্রেরণা চিসিম, গোদাগাড়ী উপজেলা পরিষদের সমবায় অফিসার এবং উক্ত ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান সামুয়েল বাস্কে।
দিনব্যাপী এই বার্ষিক সাধারণ সভার অনুষ্ঠান সূচীতে ছিলো, জাতীয় পতাকা উত্তোলনসহ জাতীয় সংগীত, বাণীপাঠ, সার্বজনীন প্রার্থনা, নৃত্যসহ অতিথিদের ফুলেল শুভেচ্ছা, শুভেচ্ছা বক্তব্য সমিতির চেয়ারম্যান মহোদয়ের ও অতিথিদের শুভেচ্ছা বক্তব্য।
সমিতি প্রধান উপদেষ্ঠা ফাদার স্বপন বলেন, “সঞ্চয়ী মনোভাব আমাদের উন্নত জীবন দান করে, সুখী জীবন গড়তে চাইলে সঞ্চয়ী হওয়া ছাড়া আর কোন পথ নেই, ইদুরের মতো মনোভাব নিয়ে সঞ্চয় করতে হবে যেন দূর্যোগের দিনে না খেয়ে অভাবের তাড়নায় মরতে না হয়, আগামী দিনের স্বপ্ন পূরণে ও সুখী জীবন গঠনে সঞ্চয়ের কোন বিকল্প নেই।”
বিশেষ অতিথি প্রেরণা চিসিম বলেন, “উন্নত জীবন বিনির্মানে ক্রেডিট ইউনিয়ন সুন্দর একটি মাধ্যম আমাদের জন্য। সবাই ক্রেডিট সদস্য-সদস্য হওয়ার মধ্য দিয়ে আরও খ্রিস্টিয় জীবন সুন্দর করণে আমরা অবদান রাখতে পারি।”
দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো: মামুন বলেন, “আদিবাসি হিসাবে আমরা যে পরিমাণ পরিশ্রম করতে পারি তা অন্যকোন জাতির মধ্যে কম দেখা যায়। তাই এই কর্ষ্টাজিত অর্থকে যুগপযোগীভাবে ব্যবহার করতে হবে। সঙ্গে সঙ্গে বড় হওয়ার স্বপ্ন নিয়ে সঞ্চয়ী হতে হবে।”
পরিশেষে উপজেলা সমবায় অফিসার নতুন নির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন। এতে চেয়ারম্যান পদ লাভ করেন সামুয়েল বাস্কে (যিনি পূর্বেও ছিলেন), ভাইস চেয়ারম্যান পদ লাভ করেন মিসেস কস্তানতিনা হাঁসদা (যিনি পূর্বেও কমিটিতে ছিলেন), সেক্রেটারী পদ লাভ করেন পিনোস মারাণ্ডী (তিনিও পূর্বে উক্ত পদে ছিলেন) এছাড়াও পরিচালনা পরিষদে ট্রেজারারসহ নয়জন নির্বাচিত হন।
ক্রেডিট ইউনিয়নের নতুন চেয়ারম্যানের ধন্যবাদ বক্তব্য ও পালক পুরোহিতের সমাপন প্রার্থনাসহ আশীর্বাদ দানের মাধ্যমে এই ৫ম বার্ষিক সাধারণ সভার পরিসমাপ্তি ঘটে। - ফাদার স্বপন পিউরীফিকেশন