কলকাতা আর্চ বিশপ হাউসে উদযাপিত হল ইফতার অনুষ্ঠান

সর্বধর্ম সমন্বয় কমিটি,(UIFI) ইউনাইটেড ইন্টারফেথ ফাউন্ডেশন ইন্ডিয়া,কলকাতা আর্চ  বিশপ হাউসে বিগত মাসে এক সন্ধ্যায় ইফতার উদযাপন করেন।

FABC  OSC এক্সিকিউটিভ তথা প্রধান সচিব ফঃ জর্জ প্লাথোটাম সহ প্রত্যেক ধর্মের ধর্মগুরু বৃন্দ, কনসুল জেনারেলশিক্ষাবিদ গণ,ভি .আই.পি অব কলকাতা,কলকাতা আর্চ বিশপ হাউসের হলে বিগত মাসের এক শনিবারে বিকেল ৫ টায় জমায়েত হন।

আর্চবিশপ থমাস ডি সুজা যিনি UIFI এর কর্ণ ধার,বিশপ হাউসে এই অনুষ্ঠানের  আয়োজন করেন।সংক্ষিপ্ত প্রার্থনা দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।স্বাগত ভাষণ পাঠ করেন আর্চবিশপ থমাস ডি' সুজা।

 "রামযান হল  মুসলিম সম্প্রদায়ের    কাছে প্রার্থনা ও উপবাসের বিশেষ  সময় ও একই সঙ্গে ঈশ্বর  ও অন্যদের সাথে পুনরায় সম্পর্ক স্থাপন করার  সুযোগ; পুণ্য শুক্রবার খ্রীষ্টানদের শোকের দিন। কিছুদিন  আগে আমরা দোল উৎসব পালন করেছি। এই সব উৎসব আমাদের একে অন্যের কাছে নিয়ে আসে। ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন যাতে আমরা  এক পরিবার  হয়ে  ভাই বোনের মত পরস্পরের সেবা করে শান্তিতে থাকতে পারি"। তিনি বলেন।

প্রতিষ্ঠানের মুখ্য সচিব সতনাম সিং আহলুওয়ালিয়া বলেন,"বর্তমান পৃথিবীতে সংলাপ বিনিময় খুবই প্রয়োজন। এটা আমাদের সমঝোতার পথে চালিত করে।এটা পারস্পরিক শ্রদ্ধা ও ভ্রাতৃত্বের জন্ম দেয়।

মন্ত্রী শশী পাঁজা তাঁর বার্তায় পারস্পরিক শ্রদ্ধা ও ঐক্যের বিষয়ে কথা বলেন।

মৌলানা কুয়ারি ফজলুর রহমান এবং স্বামী ভেদাতানন্দ বিশিষ্ট  ধর্মগুরুদের মধ্যে অন্যতম ছিলেন।

ইন্টারফেথ ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ সদস্য ইমরান যাকি ঐই ধরনের অনুষ্ঠান আরো বেশি করে করার প্রয়োজন বলে উল্লেখ করেন। প্রতিবেদন – চন্দনা রোজারিও।

Tags