কারিতাস কেন্দ্রীয় কার্যালয়ে ত্যাগ ও সেবা অভিযান এবং কারিতাস রবিবার উদযাপন
গত ১০ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ, মালিবাগস্থ কারিতাস বাংলাদেশ এর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হলো ত্যাগ ও সেবা অভিযান এবং কারিতাস রবিবার উদযাপন।
এই অনুষ্ঠানে কারিতাস বাংলাদেশের নির্বাহী পরিচালকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুজ, ওএমআই।
‘স্রষ্টার আহ্বানে সাড়া দেই, দুঃখী মানুষের পাশে দাঁড়াই’ প্রতিপাদ্য নিয়ে উদযাপন করা হলো ত্যাগ ও সেবা অভিযান ও কারিতাস রবিবার।
অনুষ্ঠানে প্রাজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চার ধর্মের ধর্মীয় নেতাগণ যথাক্রমে শুলপুর ধর্মপল্লীর সহকারী পাল-পুরোহিত ফাদার শিপন পিটার রিবেরু, কাওরান বাজারের আম্বর শাহ মসজিদের খতিব মাওলানা মাজহারুল ইসলাম, বাংলাদেশ সনাতন মহাজোটের সেক্রেটারি সাধন চন্দ্র মন্ডল, বাংলাদেশ বৌদ্ধ ফেডারেশনের সেক্রেটারি ও আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের ভাইস-প্রিন্সিপাল ভিক্ষু সুনন্দপ্রিয় মহাথের।
এছাড়া কারিতাস বাংলাদেশ এর পরিচালক (কর্মসূচি) মি. দাউদ জীবন দাশ, পরিচালক অর্থ ও প্রশাসন মি. রিমি সুবাস দাশ, পরিচালক, কারিতাস ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (সিডিআই) মি. থিওফিল নকরেকসহ কারিতাস বাংলাদেশ এর কেন্দ্রীয়, সিডিআই ও সিএইচএনএফপি’র কর্মী ও কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ, ওএমআই বলেন, ‘দরিদ্ররা মানব মর্যাদা থেকে বঞ্চিত তাই তাদের সেবা করার পাশাপাশি মানব মর্যাদা প্রতিষ্ঠায় ভূমিকা রাখা আমাদের দায়িত্ব।’ তিনি অংশগ্রহণকারীদের কৃচ্ছ্রতা সাধনের মাধ্যমে আধ্যাত্মিক মানুষ হতে অনুপ্রাণীত করেন এবং ত্যাগস্বীকার, দান ও মানব মর্যাদা প্রতিষ্ঠার জন্য আহ্বান জানান।
কারিতাসের নির্বাহী পরিচালক মি. সেবাষ্টিয়ান রোজারিও বলেন, “আমরা কারিতাসে শুধু অন্যের অর্থ দিয়ে সেবা কাজ করি তাই নয়; ত্যাগ ও সেবা অভিযান’ প্রকল্পে নিজেরা আর্থিক অনুদান দিয়ে সেবাকাজে অংশগ্রহণ করি, পাশাপাশি আমাদের সাথে যারা যুক্ত যেমন উপকারভোগী ও সুশীল সমাজের মানুষকে অনুপ্রাণীত করে অর্থ সংগ্রহের মাধ্যমে আমরা এই প্রকল্পটি পরিচালনা করে থাকি। কারিতাসের একটি অনন্য প্রকল্প হলো ত্যাগ ও সেবা অভিযান।”
কাওরান বাজারের আম্বর শাহ মসজিদের খতিব মাওলানা মাজহারুল ইসলাম বলনে, “দান একটি শক্তিশালী সৎকর্ম, কেননা যে দান করে সে সৃষ্টিকর্তার নিকট কোন কিছু যাঞ্চনা করলে তা পেয়ে থাকে। সেজন্য ত্যাগ ও সেবা অভিযান- এর মধ্য দিয়ে কারিতাস মানুষকে দান করতে উৎসাহিত করছে। আমি মনে করি আমাদের সকলকেই কারিতাসের সাথে এই দান ও সেবাকাজে অংশগ্রহণ করা উচিত।”
অন্যান্য ধর্মের ধর্মীয় নেতৃবৃন্দ মূলসুরের উপর ধর্মীয় শিক্ষার আলোকে তাৎপর্যপূর্ণ সহভাগিতা করেন। তারা সকলেই দান করে দুঃখী মানুষের পাশে থাকার আহ্বান জানান ও উৎসাহিত করেন।
একই দিন কারিতাস বাংলাদেশ এর সকল কর্মএলাকায় অবস্থিত প্রতিটি অফিসে ত্যাগ ও সেবা অভিযান কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু করা হয় এবং কারিতাস রবিবার উদযাপন করা হয়।
এই সময় সারা দেশে ১৬৬ জন কর্মী-কর্মকর্তাকে কারিতাস বাংলাদেশে ১০ বছর, ১৫ বছর, ২০ বছর ও ২৫ বছর সেবাকাজের স্বীকৃতিস্বরূপ লং সার্ভিস এওয়ার্ড প্রদান করা হয়। তন্মধ্যে কারিতাস কেন্দ্রীয় অফিসের ১০ জন ও সিডিআই’এর ২ জন কর্মী-কর্মকর্তাকে লং সার্ভিস এওয়ার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করেন কামিলুস কমল গান্ধাই, মো: তৌহিদুল ইসলাম, জিনিয়া মারিয়া পালমা ও ম্যাগডেলিনা বৈরাগী।
পরিশেষে আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ, ওএমআই পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করার মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্ত হয়। - কারিতাস ইনফরমেশন ডেস্ক