বাংলাদেশে যীশুর পবিত্র হৃদয় সংঘপ্রদেশের যাজকীয় ও সন্ন্যাস জীবনের হীরক ও রজত জয়ন্তী এবং আজীবন সন্ন্যাসব্রত গ্রহণ অনুষ্ঠান

গত ২ মে ২০২৫ খ্রিস্টাব্দ, বাংলাদেশে যীশুর পবিত্র হৃদয় সংঘপ্রদেশের যাজকদের যাজকীয় ও সন্ন্যাস জীবনের হীরক ও রজত জয়ন্তী এবং আজীবন সন্ন্যাসব্রত গ্রহণ অনুষ্ঠান রামপুরা মরো হাউজে উদযাপন করা হয় ।
উক্ত এই পবিত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চবিশপ বিজয় এন ডি‘ ক্রুজ, কার্ডিনাল প্যাট্রিক ডি’ রোজারিও, আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার, বিশপ থিওটোনিয়াস গমেজ, ফাদার জর্জ কমল রোজারিও, সিএসসি ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন যীশুর পবিত্র হৃদয় সংঘপ্রদেশের যাজকীয় জীবনের হীরক ও রজত জয়ন্তী উদযাপনকারী ফাদারগণ, আজীবন সন্ন্যাসব্রত গ্রহণকারী সেমিনারীয়ানগণ, বিভিন্ন সম্প্রদায়ের ব্রাদার, সিস্টার এবং খ্রিস্টভক্তগণ।
এই অনুষ্ঠানে পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চবিশপ বিজয় এন ডি’ ক্রুজ। তিনি তাঁর উপদেশ বাণীতে বলেন, “আমি গভীর কৃতজ্ঞতা জানাই যীশুর পবিত্র হৃদয় সংঘপ্রদেশ বাংলাদেশ-এর সেবাকাজ ও নেতৃত্বকে, যারা এই সেমিনারীয়ানদের ব্রতীয় জীবনে ও যারা জুবিলী উদযাপন করছেন তাদেরকে বিভিন্নভাবে সাহায্য, সমর্থন ও অনুপ্রেরণা দিয়ে এ পথে এগিয়ে যেতে সহায়তা করেছেন।”
“তাদের এই পথচলা শুধু তাদের ব্যক্তিগত জীবনে নয়, পুরো সংঘের এবং মণ্ডলীর জন্য নতুন আশার আলো বয়ে আনবে বলে আমার পূর্ণ বিশ্বাস”, বলেন আর্চবিশপ ডি’ ক্রুজ।

আর্চবিশপ আরো বলেন, “আমি আন্তরিকভাবে প্রার্থনা ও আশীর্বাদ করি, যেন ঈশ্বর তাদের এই প্রতিজ্ঞার পথে প্রতিদিন নতুন শক্তি, প্রজ্ঞা এবং আনন্দ প্রদান করেন। তারা যেন যিশুর দৃষ্টান্ত অনুসরণ ক'রে মানুষের মাঝে শান্তি, ভালোবাসা এবং সত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হন।”
“তাদের সেবার মধ্য দিয়ে যীশুর পবিত্র হৃদয় সংঘপ্রদেশ আরও সমৃদ্ধ ও আলোকিত হবে এবং আমাদের মণ্ডলী ঈশ্বরের রাজ্যের প্রতি আরও নিবেদিত ভাবে এগিয়ে যাবে। আসুন, আমরা সবাই তাদের পাশে থেকে তাদের এই পবিত্র যাত্রায় অংশীদার হই এবং আমাদের নিজ নিজ অবস্থান থেকে খ্রিষ্টীয় জীবনের দৃষ্টান্ত স্থাপন করি”, বলেন আর্চবিশপ ডি’ ক্রুজ।
আর্চবিশপ ডি’ ক্রুজ বলেন, “আজীবন ব্রতগ্রহণকারী ও পরিসেবক পদ প্রার্থী সেমিনারীয়ানদের জন্য আমার আন্তরিক আশীর্বাদ এবং শুভকামনা রইল। অন্যদিকে যাজকীয় জীবনে ও ব্রতীয় জীবনে রজত জুবিলী পালনকারী সকল যাজকদের প্রতি রইল আমার আন্তরীক শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা।”
সংঘ প্রদেশপাল ফাদার জর্জ কমল রোজারিও বলেন, “সর্বশক্তিমান ঈশ্বরকে ধন্যবাদ জানাই আজীবন সন্ন্যাসব্রত গ্রহণকারী ভাই ও জুবিলী পালনকারী ফাদারদের জীবনের জন্য। বিগত দিনগুলোর মতোই আমাদের জীবনে যেন ঈশ্বরের অনাবিল আশীর্বাদ সদা প্রবাহমান থাকে। যাতে আমরা সুস্থ দেহ ও আত্মায় আমাদের প্রৈরিতিক কর্ম-দায়িত্ব নিষ্ঠার সাথে পালন ক'রে যেতে পারি। পবিত্র ক্রুশ সংষের পক্ষ থেকে তাদের সকলের দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।”
এই অনুষ্ঠানে বিশপ থিওটোনিয়াস গমেজের যাজকীয় জীবনের হীরক জয়ন্তী এবং ফাদার এ্যাপোলো লেনার্ড রোজারিও, ফাদার হিউবার্ট যোসেফ পালমা, ফাদার লিটন হিউর্বাট গমেজ এবং ফাদার জর্জ কমল রোজারিও, সিএসসি’র যাজকীয় জীবনের রজত জয়ন্তী উৎসব উদযাপন করা হয়।
অন্যদিকে ব্রতীয় জীবনের রজত জয়ন্তী পালন করেন ফাদার মাইকেল কলিন্স সরকার, ফাদার অসীম থিওটোনিয়াস গনছালভেস, ফাদার বিপুল ডেভিড দাস, ফাদার এলিয়াস মংলু হেম্ব্রম, ফাদার সুবল ইগ্নাসিউস কুজুর ও ফাদার শীতল হিউবার্ট রোজারিও, সিএসসি।
এছাড়া একই দিনে সেমিনারীয়ান নয়ন যোসেফ গমেজ, থারসন ফ্রান্সিস ম্রং এবং দুইজন আফ্রিকান সেমিনারীয়ান ভোওয়াম্বালে দেউসি, (উগান্ডান) ও ফ্রান্সিস আমুকাসা, (কেনিয়ান), যারা আজীবন ব্রত গ্রহণ করছেন। - আরভিএ সংবাদ