তুমিলিয়া ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো এসএমআরএ সিস্টারদের রজতজয়ন্তী ও আজীবন সন্ন্যাসব্রত গ্রহণ অনুষ্ঠান
গত ৬ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, তুমিলিয়া ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো এসএমআরএ সিস্টারদের রজতজয়ন্তী ও আজীবন সন্ন্যাসব্রত গ্রহণ অনুষ্ঠান।
উক্ত এই অনুষ্ঠানে এসএমআরএ চারজন সিস্টার আজীবন সন্ন্যাসব্রত গ্রহণ করেন আর চারজন সিস্টার রজতজয়ন্তী এবং হীরকজয়ন্তী উৎসব উদযাপন করেন।
এই অনুষ্ঠানে আর্চবিশপ, বিশপ, ২৪জন ফাদার, ২জন ব্রাদার, ১জন ডিকন এবং বিভিন্ন সম্প্রদায় থেকে আগত প্রায় ৯১ জন সিস্টার এবং প্রায় শতাধিক খ্রিষ্টভক্তগণ অংশগ্রহণ করেন।
পবিত্র খ্রীষ্টযাগ উৎসর্গ করেন ঢাকা মহাধর্মপ্রদেশে আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুশ এবং উপদেশ বাণী রাখেন ঢাকা মহাধর্মপ্রদেশের সহকারী বিশপ সুব্রত বনিফাস গমেজ।
বিশপ গমেজ তার উপদেশ বাণীতে বলেন, “আজ খ্রীষ্ট মন্ডলীতে একটা স্মরণীয় দিন কারণ ২০২৪ খ্রিস্টাব্দে ২৪ শে ডিসেম্বর জুবিলী বর্ষ শুরু হয়েছিল এবং আজ আনুষ্ঠানিকভাবে তার সমাপনী অনুষ্ঠান হচ্ছে বিশ্ব মন্ডলীতে।”
“আজ আনুষ্ঠানিকভাবে সাধু পিতরের মহা মন্দিরের পবিত্র দরজা আবার বন্ধ করা হবে। আর এই একই দিনে আমাদের মধ্যে থেকে ছয়জন ভগ্নি তাদের ব্রতীয় জীবনের জুবিলী অনুষ্ঠান পালন করছেন এবং এটা সত্যিই ঈশ্বরের অসীম আশির্বাদ আমাদের বাংলাদেশ মন্ডলীর,” বলেন বিশপ।
বিশপ আরো বলেন, “রজতজয়ন্তী উৎসবটা কর্মে উদ্দীপনার একটা সময় তখন আমাদের অনেক উৎসাহ অনেক উদ্দীপনা অনেক আগ্রহ এবং বিভিন্ন রকম কাজে আমরা সমৃদ্ধ থাকি। একই সাথে যারা সুবর্ণজয়ন্তী উৎসব পালন করছে তাদের জীবনটা অনেকটা আধ্যাত্মিক সাধনার জীবন। অন্যদিকে আজ যারা হীরক জুবিলী উৎসব পালন করছে তাদের জীবনটা কিছুটা কষ্টের কিছুটা যন্ত্রণার আর সম্পূর্ণটাই আধ্যাত্মিকতায় পরিপূর্ণ।”
“এই ভগ্নিদের জন্য ২৫বছর কিংবা ৫০বছর ব্রতীয় জীবনে চলার পথটা সহজ ছিল না, তাদের অনেক বাধা বিপত্তি প্রতিকলতা পেরিয়ে আসতে হয়েছে,” বলেন বিশপ গমেজ।
বিশপ আরো বলেন, “তোমরা আজ যারা আজীবন সন্ন্যাস ব্রত গ্রহন করছো, তোমরা ঈশ্বরের উপর নির্ভর করে নিজেদের জীবনকে পরিচালনা করবে। তোমাদের ব্রতীয় জীবনে বিশ্বস্থ থাকবে এবং তিনটা ব্রত নিষ্ঠার সাথে পালন করবে। আর এই তিনটা ব্রত হলো দরিদ্রতা ,বাধ্যতা ও কৌমার্যতা।”
“ব্রতধারিনীদের প্রধান কাজই হলো এই দরিদ্রতা, কৌমার্যতা ও বাধ্যতার ব্রত অনুশীলন করে এই জগতে খ্রিস্টের সাক্ষ্য বহন করা। তাই তোমরা যা কিছু বলো, যা কিছু কর, যা কিছু হও যেন তার মধ্য দিয়ে ভালো ব্রতধারনিী হয়ে তোমরা এই জগতে ঐশরাজ্যের সাক্ষ্য বহন করতে পার,” বলেন বিশপ গমেজ। - প্রাঞ্জল টমাস রোজারিও