পশ্চিমবঙ্গের কল্যাণপুর ধর্মপল্লীর পাল পুরোহিতের পৌরহিত্য জীবনের রজত জয়ন্তী উদযাপন
বিগত ১৫ ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ১০ ঘটিকায় পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত কল্যাণপুর ধর্মপল্লীতে মহাসমারহে অনুষ্ঠিত হল ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার হিমাংশু পতির পৌরহিত্য জীবনের ২৫ বছরের রজত জয়ন্তী অনুষ্ঠান।
"তোমারি গৃহে এসেছি পিতা, তোমারি আহ্বানে" প্রবেশিকা নৃত্যের মধ্য দিয়ে পবিত্র খ্রীস্টযাগের শুভ সূচনা হয়। খ্রীষ্টযাগ উৎসর্গ করেন বারুইপুর ধর্মপ্রদেশের বর্তমান ধর্মপাল শ্রদ্ধেয় বিশপ শ্যামল বোস মহাশয়, বারুইপুর ধর্মপ্রদেশের প্রাক্তন ধর্মপাল বিশপ সালভাতোর লোবো মহাশয়, কৃষ্ণনগর ডায়োসিস থেকে আগত ফাদার অংশু গায়েন, কলকাতা ডায়োসিস থেকে আগত ফাদার যোসেফ এবং ফাদার হিমাংশু পতি।
এছাড়াও উপস্থিত ছিলেন বারুইপুর ডায়োসিসের অগণিত পুরোহিতবর্গ ও অন্যান্য ডায়োসিস থেকেও আগত পুরোহিতবর্গ। অংশগ্রহণ করেন ডিএসএ সিস্টারগণ, হোলি ক্রশ সিস্টারগণ, কার্মেল সমাজের সিস্টারগণ, ফাদার হিমাংশু পতির পরিবার পরিজন, আত্মীয় স্বজন ও বন্ধু-বান্ধব এবং অন্যান্য ধর্মপল্লীর সাধারণ খ্রীষ্টভক্ত গণ।
পবিত্র খ্রীষ্টযাগে প্রথম ধর্মপত্র পাঠ করেন ফাদার হিমাংশু পতির একমাত্র বোন শ্রাবন্তী পতি অধিকারী এবং দ্বিতীয় ধর্মপত্র পাঠ করেন বড় দাদা শৈবাল পতি। মঙ্গল সমাচার পাঠ ও উপদেশ দান করেন ফাদারের মাসতুতো ভাই ফাদার অংশু গায়েন। সার্বজনীন প্রার্থনা পড়েন ফাদারের ভাইজি লাবনী পতি।
খ্রীষ্টযাগ শেষে ফাদারের পরিবার-পরিজন ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। তারপর বর্তমান বিশপ ও প্রাক্তন বিশপ মহোদয়কে ফাদার হিমাংশু সংবর্ধনা জানান। ফাদারের পরিবারের সদস্যগণকেও সংবর্ধনা জানানো হয়।
সবশেষে ফাদার হিমাংশু আগত সকলকে ধন্যবাদ জানান। বিশেষভাবে স্মরণ করেন ফাদার হিমাংশু পতির কাকা স্বর্গীয় ফাদার পঙ্কজ পতি মহাশয়কে যার অনুপ্রেরণায় তাঁর এই পুরোহিত জীবনে পদার্পণ। এছাড়া ফাদার ধন্যবাদ জানান বারুইপুর ধর্মপ্রদেশের প্রথম বিশপ স্বর্গীয় লিনুস নির্মল গোমেস এস.জে. মহাশয়, স্বর্গীয় ফাদার অনিল মিত্র ও অন্যান্য ফাদারদের যাঁদের অনুপ্রেরণায় এবং তত্ত্বাবধানে তাঁর এই সন্ন্যাস জীবনে সার্থকভাবে ২৫ বছরের পথ চলা। সবশেষে উপস্থিত বিশপ গণ, পুরোহিত বর্গ, সিস্টার গণ ও সকল খ্রীস্ট ভক্তকে ধন্যবাদ জানিয়ে এবং দুপুরের মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
উল্লেখ্য রাঘবপুর ধর্মপল্লীর খ্রীষ্টভক্ত শ্রদ্ধেয় পরিমল পতি ও স্বর্গীয়া সীমা পতির পাঁচ সন্তানের মধ্যে তৃতীয় সন্তান ফাদার হিমাংশু পতি যিনি প্রভুর ডাকে সাড়া দিয়ে নিজেকে সঁপে দিয়েছিলেন ঈশ্বরের চরণ।
ফাদার হিমাংশু পতির জন্ম ১৯৬৮ সালের ২রা জুন। রাঘবপুর সেন্ট অ্যান্স প্রাইমারি স্কুল এবং রাঘবপুর সেন্ট পল’স হাই স্কুল প্রাথমিক শিক্ষা গ্রহণ। বারুইপুরে শিক্ষা কুণ্ডু হাই স্কুল থেকে মাধ্যমিক এবং সেন্ট লরেন্স হাই স্কুল কলকাতা থেকে উচ্চ মাধ্যমিক পাস করে ৩০ জুন ১৯৮৯ সালে ঈশ্বরের ডাকে সাড়া দিয়ে বারাসাত সেন্ট জনস মাইনর সেমিনারীতে যোগাদান করেন। ১৯৯৪ সালে দর্শন শাস্ত্রে স্নাতক পাশ করেন এবং একই সালে ঈশ্বর তত্ত্ব পাশ করেন ব্যারাকপুর মর্নিং স্টার কলেজ থেকে। ১৯৯৯ সালের ১৩ই মে উপযাজক পদে নিযুক্ত হন তারপর ওই বছরেই ৪ ঠা নভেম্বর যাজক বরণ সংস্কার লাভ করেন। বহু গুরুত্বপূর্ণ পদে তিনি দায়িত্ব পালন করে বর্তমানে তিনি কল্যাণপুর ধর্ম পল্লীর পাল পুরোহিত পদে নিযুক্ত আছেন। -
তন্ময় মন্ডল