পাল্লিউম ভূষণে ভূষিত হলেন পোপ চতুর্দশ লিও

পোপ চতুর্দশ লিও (ছবি : সিডিএন ডিজিটাল)

গত ১৮ মে ১০২৫ খ্রিস্টাব্দক্যাথলিক  মণ্ডলীর পোপ হিসেবে নির্বাচিত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ এবং পাল্লিউম  ভূষণে ভূষিত হলেন পোপ চতুর্দশ লিও।

উক্ত দিনে, সেন্ট পিটার্স স্কয়ারে কয়েক হাজার মানুষের সামনে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সমগ্র মণ্ডলীতে পারস্পারিক একতা আনয়নের উদেশ্যে প্রার্থনা করলেন সেই সাথে যুদ্ধেরত গাজা এবং ইউক্রেনের জন্য তিনি উদ্বেগ প্রকাশ করেন। একইসাথে দরিদ্রদের প্রান্তিকীকরণের বিষয়ে সকলকে সচেতন হওয়ার  আহ্বান জানান। 

উল্লেখ্য, এদিন রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের ২৬৭তম পোপ বা ধর্মগুরু হিসেবে পাল্ললিউম ভূষণে ভূষিত হলেন তিনি। প্রকৃত অর্থে মেষের লোম থেকে তৈরী এই পাল্ললিউম প্রকাশ করে যে, একজন মেষপালক  নিজের জীবনের বিনিময়ে আদর্শ মেষপালক রূপে তার মেষদের সেবা করবে।

এই বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে নতুন পোপ চতুর্দশ লিও হাতে পরিয়ে দেওয়া হয় ফিসারম্যান রিং। এই রিং তিনি আমৃত্যু পর্যন্ত ধারণ করবেন।

গত  মে তিনি নতুন পোপ হিসেবে নির্বাচিত হন। এর পূর্বে গত ২১ এপ্রিল ৮৮ বছর বয়সে মৃত্যু হয় লিওর পূর্বসূরি পোপ ফ্রান্সিসের।

তার এই পবিএ অনুষ্ঠানে সাধারণ ক্যাথলিক খ্রিষ্টভক্ত ছাড়াও আরো উপস্থিত ছিলেন  বিশ্বের দেড় শটির বেশি দেশের প্রতিনিধিরা।

এই দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের উপদেশ বাণীতে ক্যাথলিক মণ্ডলীর মধ্যে ঐক্যের আহ্বান জানিয়ে পোপ বলেন, “মণ্ডলীতেধর্মীয় অপপ্রচারেরকোনো স্থান  নেই। নিজস্ব ক্ষমতার বলে কেউ নেতিবাচক অপপ্রচার করতে পারবে না।

তিনি প্রয়াত পোপ ফ্রান্সিসের বিনম্র সেবার  কথা স্মরণ করে ঈশ্বরকে ধন্যবাদ জানান। তিনি আরো বলেন, “নিজের কোনো যোগ্যতার কারণে তিনি ক্যাথলিক মণ্ডলীতে ২৬৭তম পোপ হিসেবে নির্বাচিত হননি বরং ক্যাথলিক খ্রিষ্টানদের একজনভাইহিসেবে এই দায়িত্ব পালন করতে চান। তিনি তাঁদের ধর্মীয় বিশ্বাসের সেবক হতে চান।

আসুন আমরা সবাই  দৈনন্দিন প্রার্থনার মধ্য দিয়ে পোপের সাথে একাত্ন হই। - আরভিএ সংবাদ