আন্ধারকোঠা ধর্মপল্লীর অন্তর্গত লালাদিঘী গ্রামে নবনির্মিত গির্জার উদ্বোধন

গত ১৭ মে ২০২৫ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের আন্ধারকোঠা ধর্মপল্লীর অন্তর্গত লালাদিঘী গ্রামে নবনির্মিত গির্জার উদ্বোধন করা হয়।
এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশপ জের্ভাস রোজারিও, ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারাণ্ডী, ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার প্রেমু রোজারিও, ধর্মপ্রদেশের উন্নয়ন প্রশাসক ফাদার উইলিয়াম মুর্মুসহ অন্যান্য ফাদার, ব্রাদার, সিস্টার ও উল্লেখযোগ্য সংখ্যক খ্রিস্টভক্ত।
এ নবনির্মিত গির্জার উদ্বোধনী অনুষ্ঠানের খ্রিস্টযাগ উৎসর্গ করেন বিশপ জের্ভাস রোজারিও। বিশপ খ্রিস্টযাগের উপদেশে বাণীতে বলেন, “বিদেশী বিভিন্ন উপকারী বন্ধু আমাদের কথা চিন্তা করে সাহায্যের হাত বাড়িয়ে দেন । আমরাও ঈশ্বরের জন্য নানাভাবে সহায়তা করতে পারি। কিন্তু দুঃখের বিষয়, অধিকাংশ সময় আমরা নিস্ক্রিয় থাকি। যদি আমরা সত্যিকারের বিশ্বাসী খ্রিস্টান হই তাহলে নীরব থাকতে পারবো না। বরং ঈশ্বরের রাজ্যকে প্রচারে নানাভাবে কাজ করে যাবো।”

ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার প্রেমু রোজারিও বলেন, লালাদিঘী গ্রামের এই গির্জা তৈরিতে সহায়তা করেছে ফ্রান্সের ম্যাপ নামক সংস্থা। তাই ম্যাপ ও অন্যান্য যারা নানাভাবে সাহায্য করেছেন তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
খ্রিস্টযাগের পর ছিলো বৃক্ষরোপণ অভিযান। বিশপ এবং ফাদারগণ গির্জার সামনে বৃক্ষরোপণ করেন।
লালাদিঘী গ্রামের খ্রিস্টভক্ত মারীয়া কিস্কু বলেন, “আমরা অনেক দিন যাবৎ একটি গির্জার অভাব অনুভব করছিলাম। আজকে ঈশ্বরকে ধন্যবাদ জানাই। কারণ ঈশ্বরের অনুগ্রহ ছাড়া আমরা এই গির্জা পেতাম না।”
“তবে তখনই এই গির্জা তৈরির সার্থকতা যখন সবাই গির্জায় এসে প্রার্থনা ও খ্রিস্টযাগে অংশগ্রহণ করবে,” বলেন মারীয়া কিস্কু। - ফাদার ডেভিড পালমা, বরেন্দ্রদূত