পীরগাছা সাধু পৌলের ক্যাথলিক ধর্মপল্লীতে অনুষ্ঠিত হল তপস্যাকালিন শিশুমঙ্গল সেমিনার

গত ৩ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ, ময়মনসিংহ ধর্মপ্রদেশের অর্ন্তগত পীরগাছা সাধু পৌলের ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো তপস্যাকালিন পবিত্র শিশুমঙ্গল সেমিনার।
দিনব্যাপি এই তপস্যাকালিন পবিত্র শিশুমঙ্গল দিবসের মূলসুর ছিল, “শিশুরা শিশুদের সাহায্য করে”। এতে ধর্মপল্লীর ৪টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২৫০ জন শিশুরা অংশগ্রহণ করেন।
এই তপস্যাকালিন পবিত্র শিশুমঙ্গল দিবসের অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তিনজন হলিক্রস সিস্টার, একজন হলিক্রস ফাদার ও বিভিন্ন উপকেন্দ্রে থেকে গ্রাম সভাপতি ও শিক্ষকগণ অংশগ্রহণ করেন।
পবিত্র খ্রিস্টযাগের মধ্যদিয়ে এ পবিত্র শিশুমঙ্গল দিবসের অনুষ্ঠান শুরু হয়। পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন ফাদার সুনির্মল মৃ।
তিনি তার উপদেশ বাণীতে বলেন, “শিশুরাই শিশুদের সাহায্য করে”। এছাড়াও আশার তীর্থ যাত্রায় শিশুদের অংশগ্রহণ সম্পর্কে তিনি বলেন, “শিশুদেরকে প্রার্থনা ও আধ্যাত্মিক কার্যক্রমে অংশগ্রহণ করার সুযোগ তৈরি করে দিতে হবে।”
“শিশুদের যত্ন নিতে হবে, কারণ তারা আগামী দিনের ভবিষ্যৎ ও মন্ডলীর সম্পদ”, বলেন ফাদার মৃ।
দিনব্যাপী এই তপস্যাকালিন অনুষ্ঠান সূচিতে ছিলো শিশুদের নিয়ে র্যালি, পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ, খেলাধুলা, নাচ-গান এবং পুরস্কার বিতরণী।