মাদার তেরেজা ভবনে জলকন্যার আয়োজনে অনুষ্ঠিত হলো “অপরাজিতার কাব্য” কবিতা পাঠের আসর
গত ৮ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ, তেজগাঁও গির্জা সংলগ্ন মাদার তেরেজা ভবনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জলকন্যার আয়োজনে ‘অপরাজিতার কাব্য’ শিরোনামের এক কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক ঝর্না রহমান এবং প্রথম আলোর ফটোসাংবাদিক সাবিনা ইয়াসমিন। । এ ছাড়া উপস্থিত ছিলেন এ সময়ের জনপ্রিয় শিশুসাহিত্যিক ও অনুকাব্যের জনক দন্ত্যস রওশন।
জাতীয় সংগীতের পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জলকন্যার কর্ণধার সুপর্ণা এলিস গমেজ।
অনুষ্ঠানের অতিথি ঝর্না রহমান তার অনুভতি প্রকাশ করতে গিয়ে বলেন, “আমরা প্রত্যেকে আমাদের ব্যক্তি পরিচয়ে বড় হই। প্রথমত, আমি একজন মানুষ, তারপর আমি কারও মেয়ে, কারও স্ত্রী, কারও মা। কিন্তু আমি একজন স্বতন্ত্র মানুষ। এই স্বতন্ত্র মানুষ হিসেবেই আমি বড় হই এবং পরিবার ও সমাজের জন্য কাজ করি।”
তিনি আরও বলেন, “পরিবারের সহযোগিতা নিয়েই আমরা সংসার ও সমাজের জন্য কাজ করে যাই। আমরা একজন ব্যক্তি মানুষ ও স্বতন্ত্র মানুষ হিসেবে বড় হই এবং জীবন অতিবাহিত করি।”
প্রথম আলোর ফটোসাংবাদিক সাবিনা ইয়াসমিন বলেন, “নারী ফটো সাংবাদিক হিসেবে চ্যালেঞ্জ নিয়ে কাজ করে যাচ্ছি, চ্যালেঞ্জ মোকাবেলা করছি।”
তিনি আরও বলেন, “আমার পরিবার থেকে ফটো সাংবাদিকতার কাজের জন্য কোনো বাধা ছিলো না। তবে কাজ করতে গিয়ে অনেক সময় অনেক বাধার সম্মুখিন হয়েছি। সকলের সাথে বিনয়ী আচরণ করে সকলের সহযোগিতা আদায় করার চেষ্টা করেছি এবং আমার কাজে আমি এগিয়ে গিয়েছি। আমি ছবি তুলি, তা পত্রিকায় ছাপা হয়। সেটা কে কি ভাবে দেখছেন সেটা নির্ভর করে তার দৃষ্টিভঙ্গির উপর।”
অনুষ্ঠানে নারী–পুরুষ মিলিয়ে ১১ জন কবিতা পাঠ করেন। তারা হলেন, মাহী ফারহানা, নিশাত সারমিন জেসমিন, স্বপ্না বর্নাডেট ফ্রান্সিস, মাহবুবা সুলতানা, ফাল্গুনী ডি কস্তা, নিলীম আহসান, তাসনুভা অরিন, নুসরাত নুসিন, সুপর্ণা এলিস গমেজ, খোকন কোড়াইয়া এবং জাভেদ হুসেন ।
জলকন্যার কর্ণধার সুপর্ণা এলিস গমেজ আরভিএ বাংলা বিভাগকে জানান যে, “তার একক প্রচেষ্টায় জলকন্যা প্রতিষ্ঠিত হয় । প্রতিবছর নারী দিবস অথবা মা দিবসে নারীদের অংশগ্রহণে চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়ে এসেছে।”
“এ বছর প্রথমবারের মতো জলকন্যার আয়োজনে একটি কবিতা পাঠের আসরের আয়োজন করা হয়েছে। এই কার্যক্রম গুলো সফল করার পিছনে তার সঙ্গী পিউস রোজারিওর ভূমিকা মুখ্য বলে উল্লেখ্য করেন,” এলিস গমেজ ।
তিনি আরও বলেন, “আগামী ১২ মে ২০২৪ খ্রীষ্টাব্দে মা দিবস উদযাপন উপলক্ষে জলকন্যার চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে।” চিত্র প্রদর্শনী মূলত জল কন্যার নিয়মিত আয়োজন।
উল্লেখ্য, ২০১৭ সাল তিনজন খ্রীষ্টান স্বশিক্ষিত নারী শিল্পীর কাজ নিয়ে বিশ্ব সাহিত্য কেন্দ্রে চিত্রপ্রদর্শনী আয়োজনের মাধ্যমে জলকন্যার যাত্রা শুরু।
চিত্রপ্রদর্শনীতে জল মাধ্যমে যে রঙ গুলো ব্যবহার করা হয়, সেই রঙের ব্যবহার করে কন্যাদের চিত্রকর্ম নিয়ে প্রদর্শনী আয়োজন করা হয় বলে এর নামকরণ করা হয় জলকন্যা। - আরভিএ সংবাদ